পশ্চিমবঙ্গ

west bengal

NRC : ওদের কি রোহিঙ্গাদের মতো কেটে ফেলা হবে, প্রশ্ন ফিরহাদের

By

Published : Aug 31, 2019, 4:29 PM IST

Updated : Aug 31, 2019, 4:56 PM IST

NRC ইশুকে হাতিয়ার করে কেন্দ্রের বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস ।

ফিরহাদ

কলকাতা, 31 অগাস্ট : আজ প্রকাশিত হয়েছে চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (NRC) । নাম বাদ পড়েছে প্রায় 19 লাখের । তাঁদের ভবিষ্যৎ কী ? তাঁদের কি ফেরত পাঠানো হবে বাংলাদেশে ? সংশয়ে ভুগছেন অনেকেই । যদিও অসম সরকার জানিয়েছে, চিন্তার কোনও কারণ নেই । সঠিক তথ্য থাকলে কাউকে বিদেশি হিসেবে গণ্য করা হবে না । তবে, NRC ইশুকে হাতিয়ার করে কেন্দ্রের বিরোধিতায় সরব তৃণমূল কংগ্রেস ।

শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

আজ সকালে পৌরনিগমে ছিলেন ফিরহাদ হাকিম । সেসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোন করেন । জানান, তিনি অসম নিয়ে উদ্বিগ্ন । পরে সাংবাদিকদের সেকথা বলেন ফিরহাদ । তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী আমায় ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন ।" পাশাপাশি তিনি বলেন, "অসমের মানুষের পাশে আছি । 19 লাখ মানুষের ভবিষ্যৎ কী হবে ? এই প্রশ্নের উত্তর ভারত সরকারকে দিতে হবে ।"

ফিরহাদ বলেন, "মানুষ তো মানুষ । ওদের তো আর আকাশে ওড়ানো যাবে না । আমরা যদি তাড়িয়ে দিই তাহলে কোথায় যাবে ? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কি কথা হয়েছে ? তাহলে কি এদের রোহিঙ্গাদের মতো নো ম্যানস ল্যান্ডে কেটে ফেলে দেওয়া হবে ? এই সব প্রশ্নের উত্তর দিতে হবে ভারত সরকারকে ।"

Last Updated : Aug 31, 2019, 4:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details