কলকাতা, 19 জুন: পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারের ৷ ভোটের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কাজ রাজ্য নির্বাচন কমিশনের নয় ৷ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলায় এমনই দাবি করল নির্বাচন কমিশন ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা ৷
সোমবার কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করল রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্য সরকার । বিচারপতি সূর্যকান্ত ও এম সুন্দরেশের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, "বাহিনী চাওয়ার কাজ আমাদের নয়, রাজ্যের । কমিশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে । কমিশন নিজেই ঠিক করে কীভাবে বাহিনী মোতায়েন করা হবে । 48 ঘণ্টায় কীভাবে সেই হিসেব হবে ?"
এই প্রশ্ন শুনে বিচারপতি বলেন, "তাহলে বাহিনী রাজ্যকে দিতে বলুন । আপনার তাহলে বাহিনী নিয়ে আপত্তি নেই । সময় বাড়াতে আর্জি করুন আদালতে ।" তবে, নির্বাচন কমিশন নিরাপত্তা নিয়ে তাদের এক্তিয়ারের প্রশ্ন তুলে ধরেন শীর্ষ আদালতে ৷ জানা গিয়েছে, আগামিকাল শুনানি করা হবে এই মামলার ।
আরও পড়ুন:কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ না মানায় রাজ্য ও কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা
উল্লেখ্য, গত 13 জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের সাতটি স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছিল । কিন্তু মনোনয়ন পর্বে রাজ্যের বিভিন্ন জায়গায় হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ এরপরই বিরোধী রাজনৈতিক দলগুলির মামলার ভিত্তিতে 15 জুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন যে, পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ ছিল, রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে আরও না বৃদ্ধি পায়, সেই জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি 48 ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনকে কেন্দ্রের থেকে বাহিনী চেয়ে নিতে নির্দেশ দেওয়া হয় ।