কলকাতা, 20 অক্টোবর : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক CRPF-এর হাতে তুলে দেওয়ায় রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে । বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ আজ সেই প্রসঙ্গে সুব্রতবাবুর পরোক্ষে সমালোচনা করেন রাজ্যপাল । এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে তিনি সুব্রত মুখোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ করেছিলেন ৷ আজ শহরে চিকিৎসকদের একটি সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি ৷ সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সুব্রতবাবুকে কটাক্ষ করেন ৷
রাজ্যপাল বলেন, " তিনি (সুব্রত মুখোপাধ্যায়) বর্ষীয়ান মন্ত্রী । তিনি সিদ্ধার্থশঙ্কর রায় সরকারের সময়েও মন্ত্রী ছিলেন । শ্রদ্ধেয় ব্যক্তি । আমি তাঁকে আবেদন করছি, দয়া করে নিজের সরকারের কাছে খবর নিন ৷ এই রাজ্যপাল আপনার সরকারের সঙ্গে যোগাযোগ করার সবরকম পদক্ষেপ করেছে । রাজ্যপালের কাছে ফর্ম্যাল ও ইনফর্ম্যাল সব তথ্য আছে । এই ঘটনায় রাজভবন থেকে যে যোগাযোগ করা হয়েছিল তা নিয়ে সংবাদমাধ্যমে লেখাও হয়েছে । তাই আমি ওই অভিজ্ঞ মন্ত্রীকে আবেদন করব, আপনি সরকারের কারও সঙ্গে যোগাযোগ করুন যিনি এই বিষয়টা দেখছেন । খুঁজে বের করুন রাজভবন থেকে কোনও যোগাযোগ করা হয়েছিল কি না । "