পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"নিজের সরকারের কাছে খবর নিন", নিরাপত্তা ইশুতে সুব্রতকে কটাক্ষ রাজ্যপালের - জগদীপ ধনকড়ের সুব্রত মুখোপাধ্যায়কে কটাক্ষ

আজ শহরে চিকিৎসকদের একটি সম্মেলনে উপস্থিত ছিলেন জগদীপ ধনকড় ৷ সম্মেলনের পরে সাংবাদিকদের সামনে সুব্রত মুখোপাধ্যায়ের নাম না নিয়ে কটাক্ষ করেন তিনি ৷

jagdeep

By

Published : Oct 20, 2019, 9:19 PM IST

কলকাতা, 20 অক্টোবর : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক CRPF-এর হাতে তুলে দেওয়ায় রাজ্যজুড়ে বিতর্ক তৈরি হয়েছে । বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ আজ সেই প্রসঙ্গে সুব্রতবাবুর পরোক্ষে সমালোচনা করেন রাজ্যপাল । এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্ট বৈঠকে তিনি সুব্রত মুখোপাধ্যায়ের নাম না করে কটাক্ষ করেছিলেন ৷ আজ শহরে চিকিৎসকদের একটি সম্মেলনে উপস্থিত ছিলেন তিনি ৷ সম্মেলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সুব্রতবাবুকে কটাক্ষ করেন ৷

রাজ্যপাল বলেন, " তিনি (সুব্রত মুখোপাধ্যায়) বর্ষীয়ান মন্ত্রী । তিনি সিদ্ধার্থশঙ্কর রায় সরকারের সময়েও মন্ত্রী ছিলেন । শ্রদ্ধেয় ব্যক্তি । আমি তাঁকে আবেদন করছি, দয়া করে নিজের সরকারের কাছে খবর নিন ৷ এই রাজ্যপাল আপনার সরকারের সঙ্গে যোগাযোগ করার সবরকম পদক্ষেপ করেছে । রাজ্যপালের কাছে ফর্ম্যাল ও ইনফর্ম্যাল সব তথ্য আছে । এই ঘটনায় রাজভবন থেকে যে যোগাযোগ করা হয়েছিল তা নিয়ে সংবাদমাধ্যমে লেখাও হয়েছে । তাই আমি ওই অভিজ্ঞ মন্ত্রীকে আবেদন করব, আপনি সরকারের কারও সঙ্গে যোগাযোগ করুন যিনি এই বিষয়টা দেখছেন । খুঁজে বের করুন রাজভবন থেকে কোনও যোগাযোগ করা হয়েছিল কি না । "

রাজ্যপাল জগদীপ ধনকড়ের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কটাক্ষ করে সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, " আমি পঞ্চাশ বছর ধরে বিধায়ক । এর আগে তো কখনও শুনিনি কোনও রাজ্যপাল নিরাপত্তার অভাব বোধ করেছেন । তিনি তো নিজেই সাংবিধানিক প্রধান । তিনি চাইলেই এখানে সবরকম নিরাপত্তা পেতে পারেন । কিন্তু কেন যে দিল্লি গিয়ে ওভারটেক করে এটা করলেন, তা উনিই বলতে পারবেন । "

BJP-এর রাজ্য নেতৃত্ব নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে বার বার ব্যক্তিগত আক্রমণ করেছেন । এই বিষয়েও প্রশ্ন করা হয় রাজ্যপালকে ৷ তিনি বলেন , " যাঁরা এই ধরনের বক্তব্য দিয়েছেন তাঁদের প্রশ্ন করুন । আমায় প্রশ্ন করবেন না ।" নোবেলজয়ী কলকাতায় এলে তাঁকে রাজভবনে আমন্ত্রণ করে সন্মানিত করতে তিনি যে প্রবলভাবে ইচ্ছুক তা জানান রাজ্যপাল । তিনি বলেন, " যখন নোবেলজয়ীর নাম ঘোষণা করা হল আমিই বোধহয় প্রথম যিনি ওঁর মাকে ফোন করেছিলাম । তাঁর মা নির্মলা বন্দ্যোপাধ্যায় একজন প্রতিষ্ঠিত অধ্যাপিকা । আমি তাঁকে অনুরোধ করি, অভিজিৎকে রাজভবনে আমন্ত্রণ জানিয়ে সন্মানিত করতে চাই । যদি ওঁর সময় খুব কম থাকে তাহলে আমি আপনার বাসস্থানে আসতে দ্বিধা করব না ৷ কিন্তু অল্প সময়ের জন্য হলেও দেখা করব । "

ABOUT THE AUTHOR

...view details