কলকাতা, 25 এপ্রিল: টাটার গাড়ি কারখানা থেকে বঞ্চিত হয়েছে সিঙ্গুর । তবে সেই সিঙ্গুরেই এবার গড়ে উঠতে চলেছে এশিয়ার সবথেকে বৃহত্তম পাইকারী সবজির বাজার । শুধু তাই নয়, এই পাইকারী সবজির বাজারকে কেন্দ্র করে বিনিয়োগ এবং কর্মসংস্থানের নয়া স্বপ্ন দেখছে বাংলা। রাজ্যে বৃহত্তম পাইকারী বাজারের কথা বললেই সকলের পোস্তার নামই প্রথমে মনে পড়ে । কিন্তু দিনে দিনে পোস্তায় বাজার সম্প্রসারণ একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মমতা সরকারের কাছে । ইতিমধ্যেই সমগ্র বাজারটা এতটাই ঘিঞ্জি অবস্থায় এসে পৌঁছেছে নতুন করে তাতে সম্প্রসারণের সুযোগ প্রায় নেই বললেই চলে । কিন্তু গোটা রাজ্য তথা দক্ষিণবঙ্গের ব্যবসা-বাণিজ্যের স্বার্থেই একটা বৃহত্তর পাইকারি বাজার প্রয়োজন । যেখানে অন্তত এক ছাতার তলায় প্রয়োজনের সবটাই মিলবে ।
রাজ্যবাসীর সেই প্রয়োজন মেটাতেই তৈরি হচ্ছে এশিয়ার বৃহত্তম পাইকারি বাজার । তাও আবার সকলের পরিচিত সিঙ্গুরেই । এখনও পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গিয়েছে তাতে সিঙ্গুরের ইন্দ্রখালিতে 340 একর জমির উপরে গড়ে উঠবে এই বাজার । আর এই পাইকারি বাজারের পিছনে পোস্তার ব্যাবসায়ী সমিতিরও একটা যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে । এখনও পর্যন্ত যে অগ্রগতির খবর পাওয়া গিয়েছে তাতে রাজ্যের কৃষি বিপণন দফতর এবং পোস্তা ব্যবসায়ী সমিতি যৌথভাবে এই পাইকারি বাজার তৈরির বিষয়ে উদ্যোগ নিয়েছে । প্রাথমিকভাবে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য জমি চিহ্নিত করণের কাজ শেষ হয়েছে । এখনও পর্যন্ত এখানে আনুমানিক বিনিয়োগের পরিমাণ 750 কোটি টাকা । মনে করা হচ্ছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় দেড় লক্ষ মানুষের কর্মসংস্থান হবে ।