কলকাতা, 18 মার্চ: ফের চোরের খপ্পড়ে পড়লেন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি থেকে কলকাতা আসার পথে ব্যাগ হারালেন (Bag Stolen from Darjeeling Mail's AC Two Tier) বর্ষীয়ান সিপিএম নেতা। সেই ব্যাগে থাকা পার্সে ছিল দলের সদস্য পদের টাকা, এমনকী নিজের টাকাও; ইটিভি ভারতকে জানালেন অশোকবাবু। তাঁর ব্যাগে ছিল মোবাইল ফোন, তিনটি ব্যাংক অ্যাকাউন্টের আলাদা আলাদা এটিএম (ATM) কার্ড। শনিবার সকালে শিয়ালদায় নামার পরে জিআরপি-তে অভিযোগ জানিয়েছেন তিনি। একইসঙ্গে রেলের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
দলীয় কাজে কলকাতায় আসছিলেন অশোক ভট্টাচার্য। শুক্রবার রাত আটটা নাগাদ নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং মেলে চাপেন তিনি। নন এসি স্লিপার কম্পার্টমেন্টে রাতে ঘুমিয়ে পড়েন। ট্রেন ডানকুনি ঢোকার ঠিক আগে ঘুম ভাঙে অশোক ভট্টাচার্যের। ভোর পাঁচটার দিকে ঘুম ভাঙতেই মাথায় হাত তাঁর। মাথার কাছে রাখা ব্যাগ আর খুঁজে পাচ্ছেন না তিনি। সহযাত্রীদের কাছে বারবার ব্যাগের বিষয়ে খোঁজ করেন। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় কেউ কিছু বলতে পারেননি। পরে অনুরোধ করে সহযাত্রীদের মোবাইল নিয়ে ব্যাগ খোয়ানোর বিষয়ে নিকট আত্মীয়দের জানান শিলিগুড়ির প্রাক্তন মেয়র ৷