কলকাতা , 2 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায় আপাতত স্থিতিশীল হলেও চিন্তায় রয়েছেন রাজ্যের প্রাক্তন পৌর ও নগরোন্নায়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য । তিনি জানিয়েছেন, গতকাল রাত 10 টা নাগাদ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে । এরপর আজ সকালে তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর থেকে তিনি গঙ্গোপাধ্যায় পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন । কিন্তু খবর না পাওয়ায় উদ্বেগ বাড়ে অশোক ভট্টাচার্যের । তাই আজ রাতের ট্রেনেই কলকাতায় আসছেন তিনি ।
অশোক ভট্টাচার্য জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে তিনি আগামীকাল কলকাতায় আসছেন । সরাসরি হাসপাতালে যাবেন।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভট্টাচার্য পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের । কয়েকদিন আগে সৌরভের বাড়িতে একসঙ্গে বসে খেয়েছিলেন অশোক ভট্টাচার্য । সেই ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি । এর আগেও অশোক ভট্টাচার্য কোরোনায় আক্রান্ত হওয়ার সময় সৌরভ নিয়মিত তাঁর খোঁজ-খবর নিয়েছেন । প্রায় প্রতিদিনই সৌরভের সঙ্গে টেলিফোনে কথা হত বলে জানিয়েছেন শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য ।