পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Oct 20, 2022, 5:47 PM IST

Updated : Oct 20, 2022, 6:10 PM IST

ETV Bharat / state

New VC of CU: কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য হচ্ছেন আশিস চট্টোপাধ্যায়

উপাচার্যহীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটতে চলেছে শেষমেশ ৷ নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন আশিস কুমার চট্টোপাধ্যায়, যিনি বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের পদে ছিলেন এতদিন (Ashish Kumar Chatterjee appointed as new VC of Calcutta University) ৷

New VC of CU
কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য হচ্ছেন আশিস চট্টোপাধ্যায়

কলকাতা, 20 অক্টোবর: উপাচার্যহীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) অচলাবস্থা কাটতে চলেছে শেষমেশ ৷ নয়া উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন আশিস কুমার চট্টোপাধ্যায় (Ashish Kumar Chatterjee) , যিনি বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের পদে ছিলেন এতদিন (Ashish Kumar Chatterjee appointed as new VC of Calcutta University) ৷ পূর্বতন উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য পদে পুনর্বহাল নিয়ে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস ৷ পুনরায় সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য পদে পুনর্বহালের এক্তিয়ার রাজ্যের নেই, এই মর্মে মামলা হয় ৷

পরবর্তীতে কলকাতা হাইকোর্ট সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য পদ থেকে অপসারণ করে ৷ পালটা শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার ৷ সেখানেও হাইকোর্টের রায় বহাল থাকে ৷ স্বাভাবিকভাবেই উপাচার্য পদে নয়া কারও আসীন হওয়া ছিল কেবল সময়ের অপেক্ষা ৷ এদিন উচ্চশিক্ষা দফতরের কাছে রাজ্যপালের তরফে আশিস কুমার চট্টোপাধ্যায়কে অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে যায় ৷ পাশাপাশি রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য দ্রুত সার্চ কমিটি গঠন করা হবে ৷

Last Updated : Oct 20, 2022, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details