কলকাতা, 30 নভেম্বর:অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গেল বেঞ্চে মিথ্যা তথ্য দিয়েছেন বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানালেন কেন্দ্রের আইনজীবী । ইডি তাঁকে যাতে হেনস্থা না করে সেই আর্জি জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন মেনকা ৷ সেই মামলা খারিজ করা উচিত বলে বুধবার আদালতে জানান অ্যাডিশনাল সলিসিটর (ASG) জেনারেল অশোক চক্রবর্তী ।
এদিন মামলার শুনানিতে এএসজি বলেন, "হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতির এই মামলায় কোনো নির্দেশ দেওয়ার এক্তিয়ার নেই । ফলে মামলা অপ্রাসঙ্গিক । আপনা থেকেই খারিজ হয়ে যাওয়া উচিত এই মামলা । সিবিআই বা ইডি, এই ধরনের এজেন্সির বিরুদ্ধে পুলিশি নিস্ক্রিয়তার মামলা করা যায় না । কিন্তু মামলাকারী পুলিশি নিষ্ক্রিয়তার মামলা করেছিলেন ।"
তিনি আরও বলেন, "সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ দেওয়ার সময় কোনও কারণ উল্লেখ করেননি । সুপ্রিমকোর্টের একাধিক নির্দেশে বলা রয়েছে, সেটা উল্লেখ করা বাধ্যতামূলক । ফলে এই মামলা খারিজ করা উচিত । পাশাপাশি, মামলাকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন দেওয়ার পর তিনি তাতে হাজির হয়েছিলেন । তাঁকে নতুন করে ইডি কোনও সমন পাঠায়নি । তাহলে এই মামলার প্রাসঙ্গিকতা কোথায়? এই মামলা খারিজ হওয়া উচিত । মামলাকারী ভারতীয় নাগরিক নন, সেই তথ্য লুকিয়ে রেখেছিলেন সিঙ্গেল বেঞ্চের মামলাতে ।"
অন্যদিকে মেনকা গম্ভীরের তরফে আইনজীবী জিষ্ণু সাহা বলেন, "আমাদের একটাই দাবি অহেতুক দিল্লিতে ডেকে যাতে জিজ্ঞাসাবাদ না করা হয় । মেনকা একজন পরিচিত রাজনৈতিক নেতার শ্যালিকা মানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা যায় না অকারণে । তিনি কোনও তথ্য গোপন করেননি । তাঁকে সমন পাঠানো হলে তিনি জিজ্ঞাসাবাদে হাজির ছিলেন । পূর্ণ সহযোগিতা করেছেন ।"
তিনি আরও বলেন, "এখন আর্জি জানানো হয়েছে যাতে দিল্লিতে না জিজ্ঞাসাবাদ করে তাঁকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয় । রাজনৈতিক ইস্যু খাড়া করে কাউকে অহেতুক হেনস্থা করা যায় না । তিনি ভারতীয় নাগরিক না হলেও দীর্ঘদিন ধরে এই দেশের বাসিন্দা । তাঁর অধিকার আছে আদালতের কাছে আর্জি জানানোর যাতে অযৌক্তিকভাবে হেনস্থা করা না হয় । তিনি জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন । তাতে কিছু পাওয়া যায়নি ।"