পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টেস্ট ক্রিকেটে অ্যাসেজ় সেরা, বলছেন সৌরভ - kolkata

বেন স্টোকসের ইনিংস কেমন লাগল তা নিয়ে সৌরভ বলেন, "দুর্দান্ত ৷ টেস্ট ক্রিকেটে অ্যাসেজ়ই সেরা ৷"

সৌরভ গঙ্গোপাধ্যায়

By

Published : Aug 26, 2019, 10:22 PM IST

Updated : Aug 26, 2019, 11:56 PM IST

কলকাতা, 26 অগাস্ট : বেন স্টোকসের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে অ্যাসেজ়ে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড ৷ তাঁর এই ইনিংস কেমন লেগেছে ? তা নিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, "দুর্দান্ত ৷ টেস্ট ক্রিকেটে অ্যাসেজ়ই সেরা ৷ "

গতকাল দলকে খাদের কিনারা থেকে টেনে জয়ের মুখ দেখিয়েছেন বেন স্টোকস ৷ শেষ উইকেটে লিচকে সঙ্গে নিয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিনি ৷ তার উপর অস্ট্রেলিয়ার দুটো সহজ ক্যাচ ও রান আউট মিস করার ব্যর্থতা স্টোকসের কাজ সহজ করে দিয়েছিল । এর সঙ্গে টিম পেনের অনর্থক DRS-এর ব্যবহার ও গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার কাজটা কঠিন করে দিয়েছিল । সৌরভ অবশ্য ম্যাচের বিশ্লেষণ করতে চাননি । বরং স্টোকসের ইনিংসের সঙ্গে বার্বাডোজে ব্রায়ান লারার ম্যাচ জেতানো ইনিংসের তুলনা করেছেন ।

ইংল্যান্ডের এই জয়ের সঙ্গে অনেকেই 2001 সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের মহাকাব্যিক জয়ের তুলনা করেছেন । সেই ম্যাচের অধিনায়ক সৌরভ বলছেন,"আমাদের কাজটা কঠিন ছিল। কারণ ফলো অন করে ম্যাচ জিতেছিলাম ।"

আসেজ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রাক্তন ভারত অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে বিরাট কোহলির দলের পারফরমেন্সকে পাত্তা দিতে রাজি নন । একই ভাবে রাহানের সেঞ্চুরি নিয়েও নিরুত্তাপ তিনি ।

Last Updated : Aug 26, 2019, 11:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details