কলকাতা, 9 মে :ঘূর্ণিঝড় অশনি ধেয়ে এলেও বঙ্গে তার খুব একটা দাপট থাকবে না (Asani cyclone do not have much effect in Bengal says IMD) ৷ তবে অশনির জেরে রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ইতিমধ্যেই ঘূর্ণিঝড় অশনির মোকাবিলায় সবরকমভাবে প্রস্তুতি নিয়েছে প্রসাশন ৷ সতর্ক রয়েছে কলকাতা পৌরনিগমও ৷ পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে । ঝড়-বৃষ্টির দাপটে গাছ ভেঙে পড়লে বা রাস্তা আটকে গেলে যাতে সাধারণ মানুষকে অসুবিধায় না পড়তে হয় তার জন্য ক্রেন, বৈদ্যুতিক করাত এবং আর্থ মুভারগুলোকে তৈরি রাখা হচ্ছে (West Bengal Weather Forecast) ।
এদিকে যার আগমন ঘিরে রাজ্য তৎপর সেই ঘূর্ণিঝড় অশনি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণ-পূর্ব এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে । দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব উপকূলের দিকে ঘণ্টায় 14 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে । রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অশনি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ।
আরও পড়ুন :Cyclone Asani Alert in Digha : আসছে অশনি ! বিপর্যয় মোকাবিলায় মকড্রিল দিঘায়