কলকাতা, 7 মে:গত মাসে রাজ্য সফরে এসে লোকসভা ভোটে বিজেপির জন্য 35 আসনে জয়ের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন অমিত শাহ ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহর এই ঘোষণার পালটা লোকসভা ভোটে চল্লিশটি আসনের লক্ষ্যমাত্রা দলের নেতা-কর্মীদের জন্য বেঁধে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদের সভা থেকে এই ঘোষণা করেন তিনি ৷
লোকসভা নির্বাচনের আগে এখনও প্রায় এক বছর বাকি ৷ কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে লোকসভার ভোট প্রস্তুতিতে শান দেওয়ার চেষ্টা শুরু করেছে শাসক থেকে বিরোধী দুই পক্ষই । রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যখন এই রাজ্য থেকে লোকসভায় 35টি আসনের লক্ষ্যে পঞ্চায়েত ভোট থেকেই প্রস্তুতি শুরু করেছে, ঠিক তখন তৃণমূল চেষ্টা করছে নিজেদের দুর্বল জায়গাগুলিতে ক্ষত মেরামত করে সাংসদ সংখ্যা বাড়িয়ে নিতে ৷ আর সে কারণেই অভিষেকের দেখানো লক্ষ্যমাত্রাকে কার্যত সঠিক আখ্যা দিচ্ছেন তৃণমূল নেতারা ।
এই প্রসঙ্গে রবিবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা শশী পাঁজা বলেন, "তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন তার মধ্যে কোনও অত্যুক্তি নেই ৷ 365 দিন মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস । তাঁদের আশা-আকাঙ্ক্ষা, ভালো-মন্দ নিয়ে কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। গত বিধানসভা নির্বাচনে যেভাবে রাজ্যের মানুষ দু'হাত খুলে তৃণমূলকে আশীর্বাদ করেছে তাতে আমরা আশা করতেই পারি একইভাবে তারা লোকসভা নির্বাচনেও আমাদের সমর্থন করবেন । আর সেই জায়গা থেকেই এই লক্ষ্যমাত্রা । কোনও নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত করছি না আমরা । বরং লক্ষ্য সামনে রেখে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি ।"