কলকাতা, 3 নভেম্বর: গত মাসেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল কলকাতা পৌরনিগমের মাথা ব্যাথার কারণ ৷ প্রতিদিন রাস্তায় নেমে ডেঙ্গি সচেতনতায় অভিযান চালিয়েছেন, মেয়র পারিষদ স্বাস্থ্য তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ ৷ পরিস্থিতি যে জায়গায় পৌঁছেছিল, তাতে ঘুম উড়েছিল নগরবাসীর ৷ তবে, এবার কিছুটা আশ্বাসবাণী শোনাচ্ছে কলকাতা পৌরনিগম ৷ বাতাসে তাপমাত্রা কমতেই, ডেঙ্গি আক্রান্তের গ্রাফও ধীরে ধীরে নামছে ৷ গত একসপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এক হাজারের নিচে নেমে গিয়েছে ৷ আজ কলকাতা পৌরনিগমে এমনটাই জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷
স্বস্তি ফিরলেও সাধারণ মানুষ যেন লাগামছাড়া না হয়ে যান, সেই সতর্কবার্তাও দিয়েছেন ফিরহাদ ৷ পাশাপাশি, পরিস্থিতিকে এখনই হালকাভাবে নিতে নারাজ স্বাস্থ্য বিভাগের কর্তারা ৷ তাই যত দিন না, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তলানিতে এসে ঠেকছে, ততদিন সমান তৎপরতার সঙ্গেই ভেক্টর কন্ট্রোল টিম ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা কাজ করে যাবেন ৷ ডেঙ্গি সচেতনতা ও প্রতিরোধে গত দু’মাস ধরে যা যা পদক্ষেপ কলকাতা পৌরনিগম কর্তৃপক্ষ নিয়েছে, তার সবটা কার্যকর থাকবে ৷
আরও পড়ুন:ফের প্রাণ কাড়ল ডেঙ্গি, বেলেঘাটা আইডিতে মৃত্যু যুবকের
চলতি বছরের শুরু থেকে গত গত 29 অক্টোবর পর্যন্ত কলকাতায় মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 11 হাজার 410 ছিল ৷ এর মধ্যে শেষ সপ্তাহে আরও এক হাজার আক্রান্ত যোগ হয়েছে ৷ পুজোর আগে প্রতি সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল গড়ে তেরোশো ৷ সেই নিরিখে আক্রান্তের গ্রাফ নামছে বলে এ দিন দাবি করেছেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷
শুক্রবার ফিরহাদ কলকাতার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে দাবি করেন, ‘‘এখন শহরে ক্রমশ কমছে ডেঙ্গি ৷ একসময় সপ্তাহে তেরোশো মানুষ আক্রান্ত হতেন ৷ এখন সেটা কমে এক হাজার হয়েছে ৷ আসছে সপ্তাহে আসা করছি সংখ্যাটা পাঁচশোর কাছাকাছি নেমে যাবে ৷ এর পর আরও কমবে ৷’’
আরও পড়ুন:সিপিডব্লিউডি আবাসনে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখলেন ডেপুটি মেয়র
উল্লেখ্য, পুজোর আগে শহর জুড়ে ডেঙ্গি ভয়াবহ চেহারা নিয়েছিল ৷ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার আবাসন, বহুতলের আশপাশের ফাঁকা জমিতে লাগাতার অভিযান চালিয়েছিল কলকাতা পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্তারা ৷ ছিলেন স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ ৷ নোটিশ দেওয়া থেকে শুরু করে, সর্তক করা ৷ ড্রোন উড়িয়ে মশার লার্ভা নাশকারী কীটনাশক স্প্রে করার কাজ চলেছে ৷ সতর্ক করেও যাঁদের কোনও হুঁশ ফেরেনি, তাঁদের অনেককেই জরিমানা করা হয়েছিল ৷ ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসার জন্য কলকাতা পৌরনিগম দু’টি বিশেষ হাসপাতাল তৈরি করেছিল স্বাস্থ্য দফতরের নির্দেশে ৷