লোকসভা ভোটে জয়ের পর মোদি সরকারের দ্বিতীয় ইনিংসটা শুরু হয়েছে দুরন্ত গতিতে । 370 ধারা প্রত্যাহার, তিন তালাক বিল থেকে শুরু করে একের পর এক গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে সংসদে । সরকারের প্রতি শরিকদের পূর্ণ সমর্থন থাকলেও দেশের বর্তমান আর্থিক হাল নিয়ে বিরোধীদের সমালোচনা তীব্র হচ্ছে । সব মিলিয়ে কেমন কাটল দ্বিতীয় মোদি সরকারের প্রথম 100 দিন ? এবিষয়ে কী বলছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা বিশিষ্ট আইনজীবী অরুণাভ ঘোষ ? দেখে নেব...
ETV ভারত : অনেকে বলছেন, দেশে অর্থনৈতিক মন্দা আসছে, কী বলবেন ?
অরুণাভ ঘোষ : কয়েকদিন আগে সেলফোনের দোকানে গিয়েছিলাম । ওরা বলছেন, 10 হাজার টাকার উপরে সেলফোন বিক্রি বন্ধ হয়ে গেছে । ঘড়ির দোকানের মালিকরা বলছেন, 50 হাজার টাকার উপরে ঘড়ি গত একমাসে একটাও বিক্রি হয়নি । আইনক্সে আগের মতো ভীড় হয় না । কেন জানি না লোকে টাকা খরচ করতে চাইছে না । হয়তো আগামীদিনে কী হবে, না হবে ভেবে । কোনও কারণে মানুষ ভয় পেয়ে গিয়েছে । হয়তো সরকারের উপর আস্থা হারিয়েছে মানুষ ।
ETV ভারত : নোট বাতিল নিয়ে কী বলবেন ?
অরুণাভ ঘোষ : আমি নোট বাতিলকে সমর্থন করেছিলাম । চেয়েছিলাম তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি হোক । কিন্তু, কিছুই হয়নি । উলটে বাড়িতে সঞ্চয়ের ইচ্ছাটা সাধারণ মানুষের কমে গেল । মানুষ ভাবছে টাকা জমিয়ে কী হবে, যদি আবার নোট বাতিল করে দেয় । তবে, একটা কথা মনে রাখবেন, ব্ল্যাকমানিও কিন্তু অর্থনীতিকে সচল রাখে ।
ETV ভারত : অসংগঠিত ক্ষেত্রকে যেভাবে জোর করে ট্যাক্সের আওতায় আনার চেষ্টা হল, তার কি কোনও খারাপ প্রভাব পড়েছে ?
অরুণাভ ঘোষ : অসংগঠিত ক্ষেত্রে ট্যাক্স ছিল । কিন্তু, GST হওয়ায় মানুষ কিনছে কম । আর এই জায়গাতেই দেশের অর্থনীতিটা আটকে গেছে ।
এই সংক্রান্ত খবর : কাশ্মীর থেকে কুলভূষণ, কোন পথে মোদির 100 দিন
ETV ভারত : বিরোধীদের অভিযোগ কেন্দ্রীয় সরকার বিশেষ বিশেষ সংস্থাকে সুবিধা দিচ্ছে । যার ফলে মার খাচ্ছে প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি । এর ফলে কি অর্থনীতি মার খাচ্ছে ?
অরুণাভ ঘোষ : অবশ্যই, কেন্দ্রের এই নীতির সরাসরি প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে । BSNL-কে ছেড়ে জিও-কে সুবিধা দেওয়া হচ্ছে । প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় শুধু কর্মসংস্থানের জন্য স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তৈরি করেছিলেন । এখনও আমরা তার উপর নির্ভরশীল । কিন্তু, বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে কোনও কর্মসংস্থানই তৈরি হয়নি । সরকার খেলার মাঠের আম্পায়ারের মতো, সে কিন্তু, খেলায় যোগদান করতে পারে না । কিন্তু, এই সরকার তাই করছে ।
ETV ভারত : বর্তমান মন্ত্রিসভা নিয়ে কী বলবেন ?
অরুণাভ ঘোষ : সরকারে একা মোদিজি আর বাকিদের গৌণ করে রাখা হচ্ছে । ISRO সফল হয়নি বলেই কিন্তু আমরা বিজ্ঞানীদের নাম জানলাম । যদি সফল হত তাহলে সম্পূর্ণটা মোদি করেছেন বলে প্রচার করা হত ।
ETV ভারত :কাশ্মীর ইশু নিয়ে কী বলবেন ?
অরুণাভ ঘোষ :কাশ্মীরের মানুষ হাতের বাইরে চলে গেছে । তাতে মোদিজির লাভ হয়েছে । কেন্দ্রের নীতি ব্যর্থ হয়েছে । এটা ভোটের রাজনীতি । প্রতি একজন কাশ্মীরি প্রতি একজন সেনা জওয়ান । ইন্দিরা গান্ধি তো তবু সিকিমটাকে দেশের মধ্যে নিয়ে এসেছিলেন । আর এরা তো কাশ্মীরটাকেই হাতের বাইরে পাঠিয়ে দিল । হিন্দুত্ব রাখতে গিয়ে দেশ খুব খারাপ দিকে এগোচ্ছে ।
এই সংক্রান্ত খবর : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়
ETV ভারত : অনেকের বক্তব্য, অর্থনীতিতে মন্দা আসছে, তা ঢাকতেই কি সরকারের এই পদক্ষেপ ?