কলকাতা, 16 অগস্ট: গত দু'বছরের তুলনায় এবার প্রতিমার ভালোই বরাত পেয়েছেন কুমোরটুলির শিল্পীরা ৷ কিন্তু কাঁচামালের দাম আকাশছোঁয়া (Price of Raw Materials) ৷ তাই লাভের মুখ দেখা নিয়ে সংশয়ে রয়েছেন শিল্পীরা (Kumartuli Potters) ৷
আগের দু'বছরের স্মৃতি মনে করতে চাইছেন না শিল্পী থেকে কারিগর কেউই। সেই খারাপ সময় বোধহয় কারও আসেনি। প্রতিমার অর্ডার এসেছিল কোনওমতে (Durga Puja 2022) ৷ সামান্য লাভ রেখে প্রতিমা বানেতে হয়েছিল শিল্পীদের। তখন একচালা ঠাকুরেরই বেশি অর্ডার এসেছিল। উচ্চতা 10-12 ফুট তার বেশি বড় ঠাকুর খুব কম কমিটি নিয়েছে। এবার 12-15 ফুট ও তার থেকে বেশি উচ্চতার ঠাকুর অর্ডার করেছে বহু কমিটি।
কুমোরটুলি মৃৎশিল্পী সমিতির দাবি, গত বছরে সব মিলিয়ে কম বেশি 3 হাজার 200টি ঠাকুর অর্ডার ছিল। যার মধ্যে প্রায় 2 হাজার 500টি প্রতিমা ছিল বারোয়ারি পুজোর। বাকি 700টি বাড়ির পুজোর। এবার সেই সংখ্যা বেড়েছে। এবার 4 হাজার 500টিরও বেশি প্রতিমার অর্ডার এসেছে। এর মধ্যে 3 হাজার 200টি মতো বারোয়ারি পুজো। বাকি বাড়ির পুজো। বিগত বছরগুলোর থেকে এবার প্রতিমার দামও বেড়েছে। তবে তার পরেও লাভের পরিমাণ আশানুরূপ হয়নি শিল্পীদের। কারণ কাঁচামালের দাম বৃদ্ধি।
আরও পড়ুন:ট্রামের আদলে চায়ের দোকান কুমোরটুলিতে, মন কাড়ছে চা-প্রেমীদের