কলকাতা, 9 জানুয়ারি: 'আয়োগে জব তুম সাজনা...৷' না, তিনি আর আসবেন না ৷ হাজার গুণমুগ্ধের মনে এই গানই আজ ঘোরাফেরা করছে ৷ তবুও আর আসবেন না তিনি ৷ না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি শিল্পী উস্তাদ রশিদ খান ৷ বছরের শুরুতেই তাঁর এই অকালপ্রয়াণ সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি ৷ দুঃসংবাদটা পাওয়ার পর কান্নায় ভেঙে পড়লেন তাঁর কাছের মানুষেরা ৷ হাসপাতালে ছুটে গেলেন পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, অরিন্দম শীল, বিক্রম ঘোষ, জয়া শীল, ঊষা উত্থুপের মতো শিল্পীরা ৷ আবেগে গলা ভিজল ৷ স্মৃতিচারণের অবস্থাতেও অনেকে নেই ৷ কেউ যেন বিশ্বাসই করতে পারছেন না ৷ সবার যেন আকুতি...'আলবেলা সাজন আও রে ৷'
বুধবার বিকেলে হাসপাতালে এসে দুঃসংবাদটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুহূর্তে শোকের ছায়া নামল ৷ একে একে হাজির হলেন শিল্পী জগতের নানা মানুষ ৷ প্রয়াত শিল্পীর খুব কাছের মানুষ ছিলেন বিক্রম ঘোষ ৷ তিনি হাসপাতালে উপস্থিত থাকলেও কথা বলার মতো পরিস্থিতি ছিল না তাঁর ৷ তাঁর সঙ্গে থাকা চিত্র পরিচালক অরিন্দম শীলও রশিদ খান সম্পর্কে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন ৷
ধরা ধরা গলায় তিনি বললেন, "অত্যন্ত একটা সরল অসাধারণ মানুষ ৷ আমার থেকে বয়সে এত কম ৷ এত ছোট আমার থেকে ৷ বিক্রম, রশিদ আর আমি একটা ইউনিট প্রায় ৷ এত হুল্লোড় করেছি ৷ বিদেশে যাওয়া ৷ ওর বাড়িতে বসে আড্ডা মারা ৷ যখন তখন ফোন করা ৷ হাজারো স্মৃতি আসছে ৷ অসাধারণ বিরিয়ানি রাঁধত ৷ ওর হাতের বিরিয়ানির মতো কেউ বিরিয়ানি রাঁধতে পারবে না ৷ আবার অসুস্থ হয়ে যাওয়ার আগেও ফোন করল একদিন ৷ বলল, তুই আমাকে পাত্তা দিস না ৷ একদিন চল, বসি ৷ আমি বললাম, তোকে বিরিয়ানিটা রাঁধতে হবে ৷ ও বলল, হবে ৷ শেষ প্লেব্যাকটা আমার ছবিতে গেয়ে গেল ৷ জঙ্গলের মধ্যে ৷ ওর মাপের গায়ক সারা পৃথিবীতে আর একটাও নেই ৷ ও যে বয়সে যে পর্যায়ে পৌঁছেছে একজন গায়ক হিসেবে সেটার তুলনা নেই ৷"
অভিনেত্রী জয়া শীল বললেন, "মেনে নেওয়া মুশকিল ৷ উস্তাদ রশিদ খান, কিংবদন্তি গায়ক ৷ তাঁকে যেভাবে আমি জানি, ওনার ব্যাকগ্রাউন্ড কিছুই ছিল না ৷ বিক্রমের সঙ্গে 13 বছর ধরে সম্পর্ক ৷ ওই অবস্থা থেকে আমাদের কাছে একজন বিরাট শিল্পী হয়ে দাঁড়ালেন ৷ কিংবদন্তি হয়ে দাঁড়ালেন ৷ ইয়াদ পিয়া কি আই কী গাইতেন ৷ ওনাকে এভাবে এত কম বয়সে হারানোটা মেনে নেওয়া যাচ্ছে না ৷ বিক্রমের সঙ্গে যে বন্ডিং ছিল, বিক্রম তো ভেঙেই পড়েছে ৷ ওদের পরিবারের সঙ্গে আমাদের দারুণ বন্ডিং ৷ তিনি যেখানেই থাকুন, তাঁর গান চিরকাল আমাদের সঙ্গে থাকবে ৷"