পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতার উদ্ধার সাত লাখ টাকার জালনোট, গ্রেপ্তার 1 - around-7-lakhs-of-fake-currency-recovered

পার্কসার্কাস এলাকায় জালনোট পাচারের খবর আগে থেকেই পেয়েছিল গোয়েন্দারা । সেই সূত্রে হাতেনাতে ধরে ফেলে মালদার কৃষ্ণ মন্ডলকে । তার কাছ থেকে সাত লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Jan 3, 2020, 1:55 AM IST

কলকাতা, 3 জানুয়ারি : মালদা থেকে কলকাতায় জালনোট পাচারের চেষ্টা । কিন্তু, পুলিশের তৎপরতায় উদ্দেশ্য সফল হল না পাচারকারীর । নির্দিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়ার আগেই জালনোটসহ ধরা পড়ল পাচারকারী কৃষ্ণ মণ্ডল । তার কাছ থেকে সাত লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে ।

কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স সূত্রে খবর, গতকাল সকাল 11টা 40মিনিট নাগাদ পার্ক সার্কাস ময়দান এলাকায় আটক করা হয় কৃষ্ণ মন্ডলকে (42) । তার বাড়ি মালদার কালিয়াচকে । সকালের ট্রেনেই কলকাতা এসেছিল সে । এদিকে কলকাতায় যে জালনোট ঢুকছে, তার খবর ছিল গোয়েন্দাদের কাছে । গোয়েন্দারা জানতে পেরেছিলেন, পার্কসার্কাস এলাকাতেই হবে হাতবদল । কিন্তু তার আগেই কৃষ্ণকে আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 2000 ও 500 টাকার নোটে মোট 7 লাখ টাকার জালনোট উদ্ধার করা হয় । তারপরই কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ ।

2000 ও 500 টাকার নোটে মোট 7 লাখ টাকার জালনোট

সাধারণভাবে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । জালনোট আর অস্ত্র, পাশাপাশি চলছে এই কারবার । এটাই মূলত জালনোট চক্রের মোডাস অপারেন্ডি । কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের খোঁজ নিচ্ছে পুলিশ । কলকাতায় কার হাতে জালনোট তুলে দিত সে, তাও জানার চেষ্টা চলছে ।

ABOUT THE AUTHOR

...view details