কলকাতা, 23 মে : আমফানের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি । পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্য়ে পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, দমকল, CESE, WBSEB-র কর্মীরা দিন-রাত চেষ্টা করছেন। কিন্তু তারপরও কলকাতা ও জেলাগুলিতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি। নানা জায়গায় ইতিমধ্য়েই বিক্ষোভ শুরু হয়েছে । এই পরিস্থিতিতে আজ রাজ্য় সরকারের তরফে সেনার সাহায্য় চাওয়া হয় । কয়েক ঘণ্টা পরই রাজ্য়ের আবেদনে সাড়া দেয় ভারতীয় সেনা । ভারতীয় সেনার তরফে পাঁচ কলাম সেনা পাঠানো হয়েছে । ইতিমধ্যেই কলকাতায় কাজ শুরু করেছে সেনার দল।
আজ রাজ্য় সরকারের তরফে জানানো হয়, কলকাতা এবং জেলায় পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার কাজ সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে । এবং তা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বলা হয়েছে, যেখানে জলকষ্ট রয়েছে, সেখানে জলের প্যাকেট সরবরাহ করতে। যেসব জায়গায় জেনারেটর পৌঁছে বিদ্যুৎ স্বাভাবিক করা সম্ভব, সেখানে জেনারেটরের ব্যবস্থার প্রক্রিয়া চলছে । প্রশাসনের 100টি দল বিভিন্ন জায়গায় পড়ে থাকা গাছ কাটার কাজ করছে। কারণ বিদ্যুৎ ফিরিয়ে আনতে হলে সবার আগে গাছ পরিষ্কার করতে হবে।
রাজ্য সরকারের তরফে WBSEDCL, CESE-কে সর্বাধিক লোক বল দিয়ে বিদ্যুৎ স্বাভাবিক করার জন্য বার্তা দেওয়া হয়েছে। মাঠে নেমে কাজ করছে পুলিশও। উল্লেখ্য, জল এবং বিদ্যুতের অভাবে কলকাতাসহ জেলায় তৈরি হয়েছে ক্ষোভ। কলকাতা শহরের পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় বিক্ষোভ দেখিয়েছে সাধারণ মানুষ। সোনারপুরে BDO অফিসে চড়াও হয় জনতা। ভাঙচুর চালানো হয় BDO অফিসে। এই বিক্ষোভের মাঝে পড়ে আহত হন সোনারপুর থানার অফিসার ইনচার্জ। উত্তর 24 পরগনার কল্যাণী এক্সপ্রেসওয়েতে দোপেরিয়া মোড় অবরোধ করেন সাধারণ মানুষ। সেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ। কল্যাণী এক্সপ্রেসওয়েতেও এক পুলিশ কর্মী জখম হয়েছেন। শহর কলকাতায় অন্তত দশটি জায়গায় অবরোধ এবং বিক্ষোভ দেখানো হয়েছে। তার জেরেই নবান্নের তরফে এবার সেনার কাছ থেকে সাহায্য চাওয়া হয় ।
সেইমতো আজ ভারতীয় সেনার তরফে পাঁচ কলাম সেনা পাঠানো হল রাজ্য়ে। পাশাপাশি অতিরিক্ত দশটি NDRF টিম মোতায়েন করা হচ্ছে রাজ্যে । রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মুখ্য সচিবের তরফে চিঠি পাওয়ার পরই আরও দশটি NDRF টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে । এই দশটি টিম আজ রাতে কলকাতায় পৌঁছাবে। এপর্যন্ত পশ্চিমবঙ্গের ছয় জেলায় মোট 26টি NRDF টিম মোতায়েন করা হয়েছিল । এখন সেই সংখ্য়া বেড়ে দাঁড়াল 36 । এখন NDRF, SDRF কর্মীরা কাজ করছে রাজ্য়ে। পাশাপাশি রেল, বন্দর কর্তৃপক্ষের কাছেও সাহায্য চাওয়া হয়েছে।
এই পদেক্ষেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন রাজ্য়পাল জগদীপ ধনকড় । টুইট বার্তায় তিনি লেখেন, "সেনার সাহায্য চাওয়া ভালো পদক্ষেপ । সবাই চেষ্টা করছে । মানুষজনকে শান্ত থাকার আবেদন জানাচ্ছি । যত দ্রুত সম্ভব বিদ্যুৎ, যোগাযোগ ও অন্য পরিষেবাগুলি স্বাভাবিক করার চেষ্টা করছে প্রশাসন। "