পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Abhishek Meeting Permission: শহীদ মিনারে অভিষেকের ছাত্র-যুব সমাবেশের অনুমতি দেয়নি সেনা, এবার কি আদালতে যাবে তৃণমূল ? - শহীদ মিনারে ছাত্র যুব সমাবেশ

শহীদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাত্র ও যুব সমাবেশের জন্য এখনও পর্যন্ত অনুমতি দেয়নি সেনা (Abhishek Meeting Permission)৷ অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হতে পারে তৃণমূল কংগ্রেস (TMC May Move Court)৷

Abhishek Banerjee ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়

By

Published : Mar 23, 2023, 3:56 PM IST

Updated : Mar 23, 2023, 4:13 PM IST

কলকাতা, 23 মার্চ:এতদিন বিরোধীরা সভা করার সময় সভাস্থল না দেওয়া বা সভার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠতো রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে । এ বার অনুমতি পাচ্ছে না রাজ্যের শাসক দল । পরিস্থিতির পরিবর্তন না হলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে তারা । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Meeting Permission) শহীদ মিনারে (Shahid Minar Meeting) ছাত্র-যুব সমাবেশের জন্য এখনও অনুমতি দেয়নি সেনা । এই পরিস্থিতিতে দলীয় সূত্রে খবর, সেনার অনুমোদন না পেলে অনুমোদনের জন্য আদালতের দরজায় যেতে পারে এ রাজ্যের শাসক দল (TMC May Move Court)।

প্রসঙ্গত, 29 মার্চ শহীদ মিনারে ছাত্র যুব সমাবেশের ডাক দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । এই সমাবেশে প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই সভা নিয়ে জোরদার প্রচার শুরু করেছে রাজ্যের শাসক দল । কিন্তু তাৎপর্যপূর্ণ হল, 23 মার্চ দুপুর পর্যন্ত এ রাজ্যের শাসক দলকে শহীদ মিনারে সভা করার অনুমতি দেয়নি সেনা কর্তৃপক্ষ ।

আর এই অবস্থাতে আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্যের শাসক দল । কারণ এ ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ দৃষ্টিভঙ্গি দেখছে শাসক পক্ষ । অনুমতি না দেওয়া নিয়ে যতদূর জানা গিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে ৷ যেহেতু এখনও পর্যন্ত শহীদ মিনারে মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলন করছেন - এই অবস্থায় একইসঙ্গে দুটো কর্মসূচি কীভাবে করা সম্ভব !

এখনও পর্যন্ত যতটুকু জানা গিয়েছে তাতে, বুধবার দুপুর পর্যন্ত সেনা কর্তাদের সঙ্গে বারংবার যোগাযোগ রাখা হচ্ছে । এ ক্ষেত্রে রাজ্যের শাসক দলের তরফ থেকে যুক্তি দিয়ে কেন শহীদ মিনারে সভার জন্য বলা হচ্ছে তাও নির্দিষ্ট করা হচ্ছে । সবটারই দায়িত্বে রয়েছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব । কিন্তু এরপরও যদি শেষ পর্যন্ত অনুমতি না দেয়, সে ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্যের শাসকদল ।

আরও পড়ুন:লক্ষ্য পঞ্চায়েত নির্বাচন, আমতলা থেকে জেলা সফর শুরু অভিষেকের

তবে রাজ্যের শাসক দলের তরফ থেকে আদালতে যাওয়া হবে কি না সবটাই নির্ভর করছে সেনা এবং শাসকদলের মধ্যে চলা যে আলোচনা প্রক্রিয়া, তার উপরেই । কিন্তু বর্তমানে যেদিকে গতিপ্রকৃতি গড়াচ্ছে তা বিশ্লেষণ করলে শেষ পর্যন্ত যদি সভার অনুমতির জন্য রাজ্যের শাসক দলকে আদালতের দ্বারস্থ হতে হয় তা অবশ্যই হবে একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার । কারণ এমন ঘটনা অতীতে কখনও ঘটেছে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে ।

তারপরেও প্রশ্ন থাকছে, আদৌও কি আদালত শহীদ মিনারে একদিকে মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলনকারীদের কর্মসূচি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসকে সভা করার অনুমতি দেবেন !

Last Updated : Mar 23, 2023, 4:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details