কলকাতা, 23 মার্চ:এতদিন বিরোধীরা সভা করার সময় সভাস্থল না দেওয়া বা সভার অনুমতি না দেওয়ার অভিযোগ উঠতো রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে । এ বার অনুমতি পাচ্ছে না রাজ্যের শাসক দল । পরিস্থিতির পরিবর্তন না হলে আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে তারা । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Meeting Permission) শহীদ মিনারে (Shahid Minar Meeting) ছাত্র-যুব সমাবেশের জন্য এখনও অনুমতি দেয়নি সেনা । এই পরিস্থিতিতে দলীয় সূত্রে খবর, সেনার অনুমোদন না পেলে অনুমোদনের জন্য আদালতের দরজায় যেতে পারে এ রাজ্যের শাসক দল (TMC May Move Court)।
প্রসঙ্গত, 29 মার্চ শহীদ মিনারে ছাত্র যুব সমাবেশের ডাক দিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । এই সমাবেশে প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । ইতিমধ্যেই এই সভা নিয়ে জোরদার প্রচার শুরু করেছে রাজ্যের শাসক দল । কিন্তু তাৎপর্যপূর্ণ হল, 23 মার্চ দুপুর পর্যন্ত এ রাজ্যের শাসক দলকে শহীদ মিনারে সভা করার অনুমতি দেয়নি সেনা কর্তৃপক্ষ ।
আর এই অবস্থাতে আদালতের দ্বারস্থ হতে পারে রাজ্যের শাসক দল । কারণ এ ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ দৃষ্টিভঙ্গি দেখছে শাসক পক্ষ । অনুমতি না দেওয়া নিয়ে যতদূর জানা গিয়েছে সেনাবাহিনীর তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে ৷ যেহেতু এখনও পর্যন্ত শহীদ মিনারে মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলন করছেন - এই অবস্থায় একইসঙ্গে দুটো কর্মসূচি কীভাবে করা সম্ভব !