কলকাতা, 22 মে: জল্পনা-কল্পনা সত্যি প্রমাণ করে তৃণমূলেই প্রত্যাবর্তন হল অর্জুনের (Arjun Singh rejoins TMC) ৷ যাবতীয় "পদ্মপাট" চুকিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই রবিবার তৃণমূলে ফিরলেন অর্জুন সিং ৷ এদিন বিকেলে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যান ব্যারাকপুরের সাংসদ অর্জুন ৷ দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের ৷ তারপরেই অভিষেকের অফিসে তাঁর হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন ব্যারাকপুরের সাংসদ ৷
তবে বিজেপির সঙ্গে যাবতীয় সম্পর্ক যে তিনিই আজই মিটিয়ে ফেলতে চলেছেন সে ইঙ্গিত অর্জুন আগেই দেন ৷ এদিন সকালে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "একদিকে কাউন্টডাউন শুরু, একদিকে কাউন্টডাউন শেষ । পাট নিয়ে কেন্দ্রীয় সরকারকে অনেক সময় দেওয়া হয়েছে । এ বার রাজ্যের সঙ্গে কথা বলা দরকার । বিজেপিতে থাকব কি না, সেটা সময় বলবে । যাঁরা পাশে ছিলেন, তাঁদের ধন্যবাদ, যাঁরা পাশে ছিলেন না, তাঁদেরও ধন্যবাদ । এখনও যা বলছি, বিজেপিতে থেকেই বলছি । সরকারি ভাবে যখন পরিবর্তন করব, সকলেই জানতে পারবেন ।"