পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arjun Ram Meghwal: কলকাতায় নয়া কেন্দ্রীয় আইনমন্ত্রী মেঘওয়াল, রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ - অর্জুন রাম মেঘওয়াল

সোমবার কলকাতায় আসেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল । মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠককে কটাক্ষ করেছেন তিনি ৷

Etv Bharat
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল

By

Published : May 22, 2023, 11:03 PM IST

কলকাতা, 22 মে:কেন্দ্রীয় আইনমন্ত্রী পদে দায়িত্ব নেওয়ার পর সোমবার প্রথমবার কলকাতায় এসে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন অর্জুন রাম মেঘওয়াল । রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত থাকতে এদিন একদিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় আইনমন্ত্রী ।

এদিন বেলার দিকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। এরপর বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "বাংলায় আইন-শৃঙ্খলার পরিস্থিতির অত্যন্ত খারাপ অবস্থা। আমিও এটা মনে করি । তবে এই বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ সমীক্ষা করব, তারপরেই এই বিষয় বিস্তারিত জানাতে পারব।" পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ এবং বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। উল্লেখ্য, গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এগরায় এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে মৃত্যু হয় 11 জনের ৷ রবিবার দক্ষিণ 24 পরগনার বজবজে বাজি কারখানায় বিস্ফোরণে 3 জন প্রাণ হারান ৷

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা । এই প্রসঙ্গে মেঘওয়াল কটাক্ষ করেন, অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে দুর্নীতির ঘটনা সামনে এসেছে, তার ফলে উনি ঠিক করে উঠতে পারছেন না কী করবেন । তাই অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে উনি সাক্ষাৎ করছেন ।

প্রসঙ্গত, এদিন রাজা রামমোহন রায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে তাঁর বাসভবনে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী । তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার । এরপর কলকাতার রাজা রামমোহন রায় লাইব্রেরিতে যান কেন্দ্রীয় আইনমন্ত্রী । তারপর ন্যাশনাল লাইব্রেরি পরিদর্শন করেন অর্জুন রাম মেঘওয়াল ৷ গত সপ্তাহেই কিরেন রিজিজুকে সরিয়ে মেঘওয়ালকে আইনমন্ত্রকের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আরও পড়ুন:যে কোনও তৃণমূল নেতার বাড়িতে ছাপা মারলে বিপুল টাকা ও অস্ত্র উদ্ধার হবে, বিস্ফোরক বিকাশ

ABOUT THE AUTHOR

...view details