কলকাতা, 23 অগস্ট: প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর পর দিন থেকে গা ঢাকা দিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন ছাত্র নেতা অরিত্র মজুমদার ওরফে আলু । তবে পরে তিনি তাঁর নিজের অবস্থান স্পষ্ট করেন ও থানায় হাজিরা দেন । এর পর আজ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৈরি 6 সদস্যের তদন্ত কমিটির সামনে হাজিরা দিলেন । তদন্ত কমিটির কাছে তিনি তিনটি বিষয় তুলে ধরেছেন বলে দাবি করেছে সূত্র ৷
ছাত্রমৃত্যুতে তাঁর দিকে অভিযোগের আঙুল উঠেছে প্রথম দিন থেকেই । এ দিন অরিত্র মজুমদার দুপুরে নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তদন্ত কমিটির সামনে হাজিরা দেন যাদবপুর । সূত্রের খবর, তিনটি বিষয় তদন্ত কমিটির কাছে অরিত্র জানিয়েছেন ।
তিনি দাবি করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারে তিন দিনের সই একসঙ্গে করতে গিয়েই তাঁর ভুল হয়ে গিয়েছিল । সে জন্যই রেজিস্টারে তাঁকে ঘটনার পরের দিন হাজির দেখাচ্ছে ৷ উল্লেখ্য, রেজিস্টারে হাজির হিসেবে দেখানো থাকলেও ঘটনার পরদিন অরিত্র রাজ্যের বাইরে ছিলেন বলে দাবি করায় বিতর্কের সৃষ্টি হয়েছিল ৷
পাশাপশি এ দিন সূত্র জানিয়েছে, ঘটনার রাতে তিনি বন্ধুর বাড়িতে ছিলেন, হস্টেলে ছিলেন না বলে দাবি করেছেন অরিত্র । তাছাড়াও তদন্ত কমিটির সামনে অরিত্র বাইরে ঘুরতে যাওয়ার বোর্ডিং পাসও দেখিয়েছেন বলে জানিয়েছে সূত্র ।