কলকাতা, 6 জানুয়ারি : দেবী সরস্বতী বিসর্জনের দিনেই স্বর্গে পাড়ি দিলেন মর্তের সরস্বতী তথা সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ৷ 28 দিন হাসপাতালে লড়াই করার পর না ফেরার দেশে চলে গেলেন কিংবদন্তি গায়িকা ৷ ফোনে যোগাযোগ করা হলে তাঁর স্মৃতিচারণা করলেন আর এক কিংবদন্তি আরতি মুখোপাধ্যায় ৷ কথা বলতে গিয়ে গলা ধরে এল তাঁর ৷ তবুও 'জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে' মধুসূদন দত্তের লেখা এই কঠিন সত্য মেনে নিয়ে শুরু করলেন স্মৃতির সরণি বেয়ে পার করে আসা সেসব দিনের কথা ৷ একসঙ্গে ডুয়েট গাওয়া থেকে শুরু করে তাঁর গান শুনে লতাজির প্রতিক্রিয়া ৷ সব স্মৃতি ভাগ করে নিলেন ইটিভি ভারতের সঙ্গে (Arati Mukherjee pay tributes to Lata Mangeshkar) ৷
স্মৃতিচারণা করতে গিয়ে প্রথমেই বললেন, " সরস্বতী পুজোর দিন লতাদির শরীরের অবনতির খবর পাওয়ার পর থেকেই বিচলিত ছিলাম ৷ শুধু মনে হচ্ছিল কী জানি কাল কী হবে ৷ কী খবর আসবে ৷ উনি যে চলে গিয়েছেন তা ভাবতেই পারছি না ৷ ওনার গলার স্বর ঈশ্বরের সৃষ্টি ৷ ঈশ্বরই আমাদের কাছে ওনাকে পাঠিয়েছিলেন ৷ সঙ্গীত হল শ্রেষ্ঠ কলা ৷ সেই সঙ্গীত নিয়ে সাধনা করেছেন উনি, কত গান আমাদের উপহার দিয়ে গিয়েছেন ৷ আমার যখন 14 বছর বয়স অল ইন্ডিয়াতে প্রথম হওয়ার পর মুম্বইয়ে ওনার সঙ্গে আলাপ হয় ৷ তখন থেকেই আমরা দু'জনেই সেই সময়টাকে ধরে রাখার চেষ্টা করেছি ৷ সেই ছোটবেলার কথা ৷ ওনার কাছে কত কিছু শেখা ৷ একসঙ্গে ডুয়েট গান গাওয়া ৷ আমি ওনার অনেক স্নেহ পেয়েছি ৷ এত বড় মাপের একজন শিল্পীর কাছে আসা সত্যি তখন ভাবতে পারতাম না ৷"