কলকাতা, 2 অক্টোবর: কবে মিলবে চাকরি ? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অসংখ্য চাকরিপ্রার্থী । নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য বহুদিন ধরেই অপেক্ষা করছেন ওই চাকরিপ্রার্থীরা । সেই বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রয়োজন ছিল নিয়োগ বিধি সংশোধনের । প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রধান শিক্ষক পদের জন্য সেই নিয়োগ বিধি সংশোধনের কাজ শেষ হয়েছে । এবার সংশোধিত নিয়োগ বিধি মন্ত্রিসভার আগামী বৈঠকে পাশ হয়ে যেতে পারে বলেই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে ।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন যে রাজ্যের সরকারি স্কুলগুলিতে প্রধান শিক্ষক, নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের সহকারী শিক্ষক মিলিয়ে প্রায় 22 হাজার শূন্যপদে নিয়োগ করা হবে । তখনই তিনি জানিয়েছিলেন যে নতুন এই নিয়োগের আগে নিয়োগ বিধিতে বদল আনা দরকার । সেই মতোই শুরু হয়েছে কাজ ।