কলকাতা, 14 ফেব্রুয়ারি: করোনাকাল (Covid Pandemic) কাটিয়ে জীবনযাত্রা ছন্দে ফিরতেই ফ্ল্যাটের দাম ক্রমশ বাড়ছে । রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) পর লোহা-সহ কাঁচামালের দাম আরও বেড়েছে । ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে ফ্ল্যাটের দাম । তাই এই দুই আয়ের মানুষকে খানিক স্বস্তি দিতে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি বা কেএমডিএ (KMDA) কসবা, বারাকপুর ও কল্যাণীতে নিজস্ব জমিতে তুলছে আবাসন ৷ কেএমডিএ সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
কেএমডিএ সূত্রে জানা গিয়েছে, এই তিন আবাসনে এক কামরা ও দুই কামরা, দুই ধরনের ফ্ল্যাট তৈরি হবে । ফ্ল্যাটগুলির দাম 11 লক্ষ টাকা থেকে শুরু ৷ সর্বোচ্চ দাম হবে 35 লক্ষ টাকা । এই আবাসনে ফ্ল্যাট নেওয়ার আবেদনের পদ্ধতি ও সমস্ত তথ্য ‘ব্রোশিও’র ইতিমধ্যে বের করেছে কেএমডিএ । একটি বেসরকারি ব্যাংকের নির্দিষ্ট কিছু শাখা ও কেএমডিএ ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন ইচ্ছুকরা । যত আবেদন জমা পড়বে সব আবেদন শেষে হবে লটারি৷ তাতে যাঁদের নাম আসবে, তারাই এই ফ্ল্যাট পাবে ।
কলকাতায় কসবায় অ্যাক্রোপলিস মল লাগোয়া জমিতে হবে কেএমডিএ আবাসন (KMDA Flats) । এখানে কম বেশি 50টি ফ্ল্যাট হচ্ছে । 30টি মতো 2 বিএইচকে ফ্ল্যাট থাকবে । প্রতিটির আয়তন 678 বর্গফুট । দাম ঠিক করা হয়েছে প্রায় 33 লক্ষ টাকা । ফ্ল্যাট কেনার আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমা দিতে হবে 1 লক্ষ টাকা । আর বাকি 20টি ফ্ল্যাট হবে 1 বিএইচকে । আয়তন হবে 300 থেকে 400 বর্গফুট । যার দাম পড়বে 18 থেকে 19 লাখ টাকা । ফ্ল্যাটের জন্য আবেদনপত্রের সঙ্গে 50 হাজার টাকা জমা দিতে হবে । আগামী মাসের 4 তারিখ আবেদনপত্র জমার শেষ দিন ।