পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

১৬৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু

16 হাজার 500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের । আজ থেকেই শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া । চলবে 6 জানুয়ারি পর্যন্ত ।

recruitment of 16,500 vacant primary teachers
16,500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

By

Published : Dec 23, 2020, 10:03 PM IST

কলকাতা, ২৩ ডিসেম্বর: গতকালই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আর আজ 16 হাজার 500 শূন্যপদে সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে আবেদন গ্রহণ প্রক্রিয়া । চলবে 6 জানুয়ারি পর্যন্ত ।

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পনসর্ড প্রাথমিক ও জুনিয়র বেসিক স্কুলে 16 হাজার 500 শূন্যপদের জন্য 2014 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের আবেদন করতে বলা হয়েছে । প্রার্থীদের নির্বাচন ও নিয়োগ পশ্চিমবঙ্গ প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগ আইন 2016, যা 2020 সালের 22 ডিসেম্বর আপ-টু-ডেট করা হয়েছে, সেই অনুযায়ী হবে । প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেতে গেলে প্রার্থীকে আবশ্যিকভাবে ভারতীয় নাগরিক হতে হবে এবং নিয়োগের বিজ্ঞাপন প্রকাশের বছরের 1 জানুয়ারি তাঁর বয়স সর্বনিম্ন 18 ও সর্বোচ্চ 40 বছর হতে হবে ।

16,500 শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

এ ছাড়া ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত ও প্রশিক্ষণগত যোগ্যতা থাকতে হবে । পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ পরিচালিত 2014 সালের টিচার এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে ।

প্রাথমিক স্তরের সহকারি শিক্ষক পদের জন্য আবেদন ফি 200 টাকা । তপশিলি উপজাতি ও শারীরিকভাবে অক্ষম প্রার্থীদের জন্য এই ফি 50 টাকা । আজ থেকেই www.wbbpe.org এবং wbbprimaryeducation.org -তে আবেদন করা যাবে । আগামী বছরের 6 জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা । পর্ষদের তরফে জানানো হয়েছে, আবেদনপত্র যাচাই করার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ডাকা হবে । 2021 সালের 10 থেকে 17 জানুয়ারি পর্যন্ত চলবে সেই প্রক্রিয়া ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details