কলকাতা, 24 ডিসেম্বর : গতকাল 16,500 শূন্যপদে প্রাথমিক স্তরে সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল থেকেই শুরু হয়ে যাওয়ার কথা । কিন্তু এর আগে টেট উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাইয়ের মতো আবেদন গ্রহণ প্রক্রিয়াও ব্যহত হল । নেপথ্যে সার্ভার সমস্যা । আজ বিকেল পর্যন্ত পর্ষদের দুটি ওয়েবসাইটেই আবেদনের লিঙ্কের নিচে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া সার্ভার সমস্যার কারণে কিছু সময়ের জন্য ব্যাহত রয়েছে বলে বার্তা দেওয়া রয়েছে ।
গতকাল পর্ষদের তরফে জারি করা নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী 23 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে । জমা পড়া আবেদনপত্রগুলি যাচাই করার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্ট হবে 10 থেকে 17 জানুয়ারি পর্যন্ত । কিন্তু গতকাল থেকে আবেদনের লিঙ্ক দেওয়া থাকলেও সেই লিঙ্ক সবসময় কাজ করছে না বলে জানাচ্ছেন আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ।