পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাথমিক শিক্ষক নিয়োগের শুরুতেই জোড়া সমস্যা, সার্ভার সঙ্গে মামলাও

প্রাথমিক শিক্ষক নিয়োগে গতকাল থেকে আবেদনের লিঙ্ক দেওয়া থাকলেও সেই লিঙ্ক সব সময় কাজ করছে না বলে জানাচ্ছেন আবেদনে ইচ্ছুক প্রার্থীরা । অন্যদিকে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আজ সেটিকে চ্যালেঞ্জ করে দায়ের হয়ে গেছে মামলা । 4 জানুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে । তাই এই নিয়োগও স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা করছে প্রার্থীরা ।

server problem
প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়ায় সার্ভার সমস্যা

By

Published : Dec 24, 2020, 6:22 PM IST

কলকাতা, 24 ডিসেম্বর : গতকাল 16,500 শূন্যপদে প্রাথমিক স্তরে সহকারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ । বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল থেকেই শুরু হয়ে যাওয়ার কথা । কিন্তু এর আগে টেট উত্তীর্ণ প্রার্থীদের নথি যাচাইয়ের মতো আবেদন গ্রহণ প্রক্রিয়াও ব্যহত হল । নেপথ্যে সার্ভার সমস্যা । আজ বিকেল পর্যন্ত পর্ষদের দুটি ওয়েবসাইটেই আবেদনের লিঙ্কের নিচে অনলাইন আবেদন গ্রহণ প্রক্রিয়া সার্ভার সমস্যার কারণে কিছু সময়ের জন্য ব্যাহত রয়েছে বলে বার্তা দেওয়া রয়েছে ।

গতকাল পর্ষদের তরফে জারি করা নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী 23 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে । জমা পড়া আবেদনপত্রগুলি যাচাই করার পর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপ্টিটিউড টেস্ট হবে 10 থেকে 17 জানুয়ারি পর্যন্ত । কিন্তু গতকাল থেকে আবেদনের লিঙ্ক দেওয়া থাকলেও সেই লিঙ্ক সবসময় কাজ করছে না বলে জানাচ্ছেন আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ।

তাঁরা জানাচ্ছেন, গতকাল রাত থেকে কয়েকবার লিঙ্ক খোলা গেলেও মাঝে মাঝেই সার্ভার সমস্যায় সেই লিঙ্ক আর কাজ করছে না । অধিকাংশ প্রার্থীই তাই বর্তমানে আবেদন করছেন না । তাঁদের আশঙ্কা সমস্যা চলাকালীন আবেদন করতে গেলে কিছু ভুল হয়ে গেলে আখেরে তাঁদেরকেই ভুক্তভোগী হতে হবে । তাই সমস্যা মিটলেই আবেদন করবেন বলে জানাচ্ছেন প্রার্থীরা ।

আরও পড়ুন : 16500 শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু

অন্যদিকে গতকাল বিজ্ঞপ্তি প্রকাশের পরেই আজ সেটিকে চ্যালেঞ্জ করে দায়ের হয়ে গেছে মামলা । 4 জানুয়ারি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে । সব মিলিয়ে উচ্চপ্রাথমিকের মতো প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেও ক্রমশ আইনি জটিলতা তৈরি হচ্ছে । যার জেরে উচ্চপ্রাথমিকের মতো প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াও দীর্ঘ সময়ের জন্য স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রার্থীরা ।

ABOUT THE AUTHOR

...view details