পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ি তৈরির নিয়ম শিথিল করতে কর্তৃপক্ষকে আবেদন, উপকৃত হবেন স্বল্প পরিসর জমির মালিকরা

Housing Rules: নকশা অনুমোদন ছাড়া বাড়ি তোলার ক্ষেত্রে জমির মাপ 3 কাঠা করার জন্য দাবি তুললেন এলবিএসরা ৷ মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে এলবিএসদের কর্মশালায় এই আবেদন করা হয়েছে ৷

Etv Bharat
কলকাতা পৌরনিগম

By ETV Bharat Bangla Team

Published : Dec 6, 2023, 10:55 PM IST

কলকাতা, 6 ডিসেম্বর:সামান্য জমি রয়েছে ৷ তাই চাইলেও আইনি বাধ্যবাধকতায় বাড়ি তুলতে পারছেন না বহু নাগরিক । এর জন্য লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার তথা এলবিএসদের দিকে অভিযোগের আঙুল উঠছে । তাই নকশা অনুমোদন ছাড়া বাড়ি তোলার ক্ষেত্রে জমির মাপ 3 কাঠা করার জন্য দাবি তুললেন এলবিএসরা । মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে এলবিএসদের কর্মশালায় এই আবেদন তোলা হয়েছে ।

এই দাবি মূলত সংযুক্ত এলাকায় 44টি ওয়ার্ডে নথিভুক্ত এলবিএসদের থেকেই বেশি এসেছে । এই 101-144 ওয়ার্ডে বাড়ি তৈরি করার ক্ষেত্রে সব থেকে বড় ভোগান্তির বিষয় হয়ে দাঁড়ায় বিএলআরও অনুমতি । বাড়ি তোলার ক্ষেত্রে মিউটেশন থাকলে তবেই বিএলআরও অনুমতি দেয় । আর বিএলআরও মিউটেশন পেতে বছরের পর বছর ঘুরতে হয় । কিন্তু তিন কাঠা কম জমি হলে বাড়ি তুলতে বিএলআরও অনুমতি লাগে না । ফলে এলবিএসদের ক্ষেত্রে কাজ অনেক সহজ হয় । তাতে সহজেই গরিব মানুষ বা ছোট জমির মালিকদের স্বপ্নের বাড়ি তৈরিতে অনেক সুবিধা হয় ।

সম্প্রতি টক টু মেয়র অনুষ্ঠানে একাধিক ফোন এসেছে ৷ সেখানে দেখা গিয়েছে ছোট জমিতে বাড়ি তৈরি নিয়ে এলবিএসদের সঙ্গে বিবাদ বেঁধেছে জমির মালিকদের । সেই অভিযোগ শুনে মেয়র বলেছিলেন, এলবিএসদের ডেকে কর্মশালা করা হোক । সেই অনুসারে কর্মশালা হয় । 300-রও বেশি এলবিএস এবং 100-রও বেশি আর্কিটেক্ট সেখানে উপস্থিত ছিলেন ।

সেখানেই কলকাতা কর্পোরেশনের বিল্ডিং বিভাগের কর্তাদের কাছে তাঁরা এই অনুরোধ রাখেন । কারণ একদিকে যেমন সঙ্গে সঙ্গে নকশা অনুমোদন লাগছে না তেমনি পানীয় জল ও নিকাশির ক্ষেত্রে এনওসি লাগছে না । আর যদি বিএলআরও অনুমতি না লাগে তাহলে বাড়ি করে ফেলতে আর বাধা থাকে না । তবে কর্পোরেশনের তরফে জানানো হয়েছে, অনুমোদন তৎক্ষণাৎ না লাগলেও আবেদন করতে হবে । সেই কাগজ যাতে সঠিক থাকে সেগুলো দেখা দায়িত্ব এলবিএসদের ৷ পাশাপশি জমির কাগজ বা ট্যাক্স কাগজ সঠিক কিনা, সেলফ ডি-ক্লেয়ারেশন দিতে হবে জমির মালিক ও এলবিএসকে ।
এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা জানান, প্রস্তাব খতিয়ে দেখা হবে । তারা যে সমস্যা দৃষ্টি আকর্ষণ করেছেন সেটা বাস্তব । তাই আইনমাফিক নিয়ম বদল করা যায় কি না সেটা ভাবা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details