পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Group D Recruitment Case: গ্রুপ-ডি'তে টাকা দিয়েও চাকরি না-পেয়ে আত্মহত্যার ঘটনা, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা - Group D candidate died by suicide

এসএসসি গ্রুপ-ডি নিয়োগে টাকা দিয়েও চাকরি পাননি এই অভিযোগ তুলে গত বছর আত্মঘাতী হন লালগোলার বাসিন্দা আবদুল রহমান ৷ এই ঘটনায় এবার সিবিআই তদন্তের দাবি উঠল (Demand for CBI probe in Calcutta HC) ৷

ETV Bharat
কলকাতা হাইকোর্ট

By

Published : Feb 13, 2023, 7:38 PM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: এসএসসি এর গ্রুপ-ডি নিয়োগে টাকা দিয়েও চাকরি পাননি ৷ এই অভিযোগ তুলে একটি সুইসাইড নোট লিখে সেপ্টেম্বর মাসে আত্মঘাতী হন আবদুল রহমান নামে মুর্শিদাবাদের লালগোলার এক ব্যক্তি ৷ সুইসাইড নোটে কোনও এক পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ করেন তিনি । কিন্তু মৃতের পরিবারের অভিযোগ, এই ঘটনায় পুলিশ মৃতের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে ৷ তাই এবার এই মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷

সোমবার এই মামলা গ্রহণের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে । আবদুল রহমান নামে ওই ব্যাক্তির আত্মহত্যার ঘটনার তদন্তে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে ৷ মুর্শিদাবাদের লালগোলায় গত সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেন আবদুল রহমান । তিনি গ্রুপ-ডি পদে চাকরির জন্য আবেদন করেছিলেন (Group-D candidate died by suicide) ।

মৃতের পরিবারের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, আত্মহত্যার পর একটি সুইসাইড নোট উদ্ধার হয় । ওই সুইসাইড নোটে পার্থ চট্টোপাধ্যায়-সহ কারা কারা এই নিয়োগের ক্ষেত্রে তাঁর থেকে অর্থ নিয়েছিলেন, তার উল্লেখ ছিল ৷ চাকরি পেতে গেলে নির্দিষ্ট অর্থ দিতে হবে বলে জানানো হয়েছিল । যদিও এই নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই । কিন্তু আবদুল রহমানের মৃত্যুর তদন্ত করছে পুলিশ এবং মৃতের বিরুদ্ধেই চার্জশিট দিয়েছে লালগোলা থানার পুলিশ । ওই চার্জশিটে আবদুল রহমানকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেছে পুলিশ ৷

আরও পড়ুন:হাইকোর্টের নির্দেশে গ্রুপ ডি'র চাকরি গেল মাথাভাঙার যুব তৃণমূল নেতার

উল্লেখ্য, রাজ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ-ডি পদে অশিক্ষক কর্মচারী নিয়োগে দুর্নীতির জন্য কয়েকশো প্রার্থীকে চাকরি থেকে বরখাস্ত করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সেই মামলায় সিবিআই তদন্ত চলছে । ফের নতুন করে গত সপ্তাহে 1 হাজার 911 জনকে সরাসরি চাকরি থেকে বরখাস্ত করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় । একইসঙ্গে তাঁদের এতদিন ধরে পাওয়া চাকরির সমস্ত অর্থ ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details