কলকাতা, 21 অগাস্ট : লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না । এখন বাড়িতে বসেই রিচার্জ করতে পারবেন মেট্রোর স্মার্ট কার্ড । এর জন্য নতুন অ্যাপ আনছে কলকাতা মেট্রো । কর্তৃপক্ষের আশ্বাস, পুজোর আগেই পরিকল্পনাটি বাস্তবায়িত হবে ।
মেট্রো রেল কলকাতার লাইফলাইন । পরিসংখ্যান বলছে, রোজ 43.83 লাখ লোকের যাতায়াতের একমাত্র ভরসা মেট্রো রেল । বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজোতে ভিড়টা একটু বেশিই থাকে । এই সময় প্রায় 24 ঘণ্টাই মেট্রো পরিষেবা চালু থাকে । দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখে বিনা হয়রানিতে ও তাড়াতাড়ি বাড়ি ফেরার একমাত্র উপায় হল মেট্রো রেল । তখন টিকিট কাউন্টারে লম্বা লাইনও পড়ে । এই পুজোয় আর দাঁড়াতে হবে না লাইনে । মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দোপাধ্যায় বলেন, "সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (ক্রিস) নামে একটি সফটওয়্যার সংস্থা এই অ্যাপটি বানিয়েছে । যা নিজের ফোনে ডাউনলোড করে নিলে যে কোনও জায়গা থেকে যে কোনও সময় স্মার্ট কার্ডটি রিচার্জ করা যেতে পারে ।" তিনি আরও বলেন, পরিকল্পনামাফিক সবকিছু এগোলে পুজোর আগেই পরিষেবাটি চালু হয়ে যাবে ।