পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মিটার ট্যাক্সি বুক করতে অ্যাপ, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা - bengal taxi

মিটার ট্যাক্সিতেও চালু হতে চলেছে অ্যাপ পরিষেবা । পুজোর আগেই চালু হতে পারে এই পরিষেবা ।

ছবিটি প্রতীকী

By

Published : Sep 6, 2019, 9:20 AM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : ওলা, উবারের মতো এবার মিটার ট্যাক্সিতেও চালু হতে চলেছে অ্যাপ পরিষেবা । পুজোর আগেই এই পরিষেবা চালু হতে পারে বলে জানালেন বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিমল গুহ ।

ট্যাক্সি চালকদের বিরুদ্ধে একাধিকবার একাধিক অভিযোগ উঠেছে । ইচ্ছে মতো ভাড়া চাওয়ার মতো ঘটনাকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার বহুবার ট্যাক্সির জন্য অ্যাপ চালুর প্রস্তাব দিয়েছিল ।

গতকাল একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে বিমল গুহ বলেন, "ইতিমধ্যেই আমরা পরিবহন দপ্তরের সম্মতি পেয়েছি । একটি অ্যাপ সংস্থার পক্ষে 27 হাজার ট্যাক্সিকে পরিষেবা দেওয়া সম্ভব নয় । তাই অনেকগুলি সংস্থাকে এর মধ্যে নেওয়া হবে । তবে পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করবে BTA(বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন) ।"

বিমলবাবু আরও বলেন, "প্রতিবারের মতো এবারও পুজোর সময়ে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষমদের ট্যাক্সি করে মণ্ডপে মণ্ডপে ঘোরানো হবে । এবার সেই পরিষেবার ছাড় বাড়িয়ে 10 থেকে 15 শতাংশ করা হয়েছে ।"

বিমল গুহ বলেন, "ওলা, উবার ও লাগজ়ারি ট্যাক্সি BTA-কে অনুরোধ জানিয়েছে যে তাদের বেঙ্গল ট্যাক্সির ছত্রছায়ায় যেন আনা হয় ।" গতকালের অনুষ্ঠানে বহু ওলা, উবার ও লাগজ়ারি ট্যাক্সির মালিক BTA-তে যোগ দেন করেন ।

যাত্রীরা নিজের স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে সেখান থেকে মিটার ট্যাক্সি বুক করতে পারবেন । এতে GPS লোকেশনের সুবিধা থাকবে । এই অ্যাপে যে ভাড়া দেখাবে, সেই ভাড়াই দিতে হবে যাত্রীকে ।

ABOUT THE AUTHOR

...view details