পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আয় বন্ধ, সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি অ্যাপ ক্যাব মালিক-চালকদের - lockdown

টানা 25 দিন ধরে ব্যবসা বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে অ্যাপ ক্যাব সংস্থাগুলি । আর্থিক সহায়তার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে শহরের অ্যাপ ক্যাব চালক ও মালিকরা ।

মুখ্যমন্ত্রীকে চিঠি অ্যাপ ক্যাব মালিক ও চালকদের
মুখ্যমন্ত্রীকে চিঠি অ্যাপ ক্যাব মালিক ও চালকদের

By

Published : Apr 15, 2020, 11:00 PM IST

কলকাতা, 15 এপ্রিল: লকডাউনের বন্ধ গণপরিবহন । বন্ধ ট্যাক্সি ও অ্যাপ ক্যাব পরিষেবাও । এর ফলে চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছে অ্যাপ ক্যাব সংগঠনগুলি । বুধবার আর্থিক সহায়তার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে শহরের অ্যাপ ক্যাব চালক ও মালিকরা ।

কোরোনা ভাইরাসের দাপটে জর্জরিত সারা বিশ্ব । তাই কোরোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 3 মে পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা ঘোষণা করেছেন । শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবা দেওয়া ছাড়া বন্ধ গণপরিবহন । টানা 25 দিন ধরে ব্যবসা বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে অ্যাপ ক্যাব সংস্থাগুলি । ওয়েস্ট বেঙ্গল অনলাইন ক্যাব অপারেটরদের সাধারণ সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ব্যবসার সঙ্গে হাজার হাজার মানুষ ও তাঁদের পরিবার যুক্ত । লকডাউনের ফলে আমাদের ব্যবসা বন্ধ রয়েছে । আজ 25 দিন ধরে আয় একেবারে বন্ধ । লকডাউন উঠে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা এখনই কিছু বলা যাচ্ছে না । অন্যদিকে চালক ও গাড়ির EMI-তে একটা বিরাট অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে । তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সাহায্যের আবেদন করে চিঠি পাঠিয়েছি ।"

তিনি আরও বলেন, "শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছে হাতে গোনা কয়েকটি অ্যাপ ক্যাব । এরা সবাই দিন আনা, দিন খাওয়া কর্মী । বর্তমানে শহরে প্রায় 25,000 অ্যাপ ক্যাব রয়েছে । CF, রোড ট্যাক্স, অন্যান্য ট্যাক্স ও পারমিট মিলিয়ে প্রতিমাসে ক্যাব মালিকদের একটা বিপুল টাকা খরচ হয় । আগামী দিনগুলিতেও যে ব্যবসার হাল ফিরবে তেমনটা নয় । এর ফলের চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছে মালিক ও চালকরা ।"

ABOUT THE AUTHOR

...view details