পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতায় APDR-র মিছিলে হামলা, অভিযুক্ত RSS

APDR-র মিছিলে হামলার অভিযোগ উঠল RSS-র বিরুদ্ধে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি জানবাজার এলাকার।

APDR-র মিছিলে হামলা

By

Published : Feb 20, 2019, 7:17 PM IST

কলকাতা, ২০ ফেব্রুয়ারি : APDR (অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্র্যাটিক রাইটস)-র মিছিলে হামলার অভিযোগ উঠল RSS-র বিরুদ্ধে। ঘটনাটি জানবাজার এলাকার। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এক কলেজ পড়ুয়া গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। APDR-র অভিযোগ, হামলার সময় পুলিশ দর্শকের ভূমিকা পালন করে।

"যুদ্ধের জিগির তোলা চলবে না। আমরা চাই শান্তির পৃথিবী।" এই স্লোগানে আজ মৌলালি থেকে মিছিল শুরু করে APDR। মিছিলটি মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা ছিল। অভিযোগ, জানবাজারের কাছে আসতেই মিছিলের উপর ঝাঁপিয়ে পড়ে RSS-র সাত-আটজন যুবক। তাদের লাঠির আঘাতে আহত হন অনেকে। গুরুতর আহত হয় এক কলেজ পড়ুয়া।

APDR-র কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য রঞ্জিত শূর বলেন, "মিছিল পুলিশ ছিল। কিন্তু, পুলিশের সামনেই RSS-র সদস্যরা হামলা চালায়।" তবে পুলিশের পক্ষ থেকে এবিষয়ে কিছু জানানো হয়নি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details