পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"আমরা লজ্জিত", জিয়াগঞ্জে খুনের ঘটনায় মুখমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অপর্ণার

পশ্চিমবঙ্গের মাটিতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুসন্তান সহ RSS কর্মীকে নৃশংস ভাবে খুন করা হল ৷ যে কারণই থাকুক না কেন , এই ঘটনায় আমরা লজ্জিত ৷ টুইটারে লিখলেন অভিনেত্রী অপর্ণা সেন ৷

অপর্ণা সেন

By

Published : Oct 11, 2019, 2:35 PM IST

Updated : Oct 11, 2019, 6:04 PM IST

কলকাতা, 11 অক্টোবর : জিয়াগঞ্জে সপরিবারে শিক্ষক হত্যার তীব্র নিন্দা করে মুখ খুললেন অপর্ণা সেন ৷ টুইটে তিনি লেখেন , "পশ্চিমবঙ্গের মাটিতে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তান সহ RSS কর্মীকে নৃশংস ভাবে খুন করা হল ৷ যে কারণই থাকুক না কেন , এই ঘটনায় আমরা লজ্জিত ৷ মাননীয় মুখ্যমন্ত্রী দয়া করে অপরাধীরা যাতে আইনের হাতে ধরা পড়ে সেই ব্যবস্থা করুন ৷ সমস্ত রাজনৈতিক দলমত নির্বিশেষে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের দায়িত্ব আপনার ৷ আপনি সবার মুখ্যমন্ত্রী ৷"


প্রসঙ্গত, সাগরদিঘির গোঁসাইগ্রাম সাহাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বন্ধুপ্রকাশ মণ্ডল । 8 অক্টোবর সকাল এগারোটা নাগাদ জিয়াগঞ্জে তাঁর বাড়িতে কেউ বা কারা এসে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ তাঁকে কুপিয়ে খুন করে ৷ RSS সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন বন্ধুপ্রকাশ মণ্ডল ৷ কে বা কারা এই খুন করেছে তা নিয়ে এখনও ধোঁয়াশায় প্রশাসন ৷

BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বন্ধুপ্রকাশ মণ্ডল খুনের ঘটনায় CBI তদন্তের দাবি জানান ৷ দিলীপ ঘোষ বলেন, "যিনি খুন হয়েছেন তিনি RSS-এর কর্মী ছিলেন ৷ BJP-র সমর্থক ছিলেন ৷ অবশ্যই CBI তদন্ত হওয়া উচিত ৷ রাজ্যে আইন শৃঙ্খলা নেই ৷ থাকলে তবেই উন্নতি, অবনতির প্রসঙ্গ আসে ৷ "

এদিকে এই খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেন BJP নেতা রাহুল সিনহা ৷ বলেন, "এই ঘটনার পর পুলিশ মন্ত্রী হিসেবে তাঁর পদে থাকার কোনও অধিকার নেই ৷ সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷ আমরা দোষীদের দৃষ্টান্তমূলক এবং কঠোর শাস্তির দাবি করছি ৷"

এবার এই ঘটনার নিন্দা করে সরব হলেন অপর্ণা সেন ৷

Last Updated : Oct 11, 2019, 6:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details