কলকাতা, 27 সেপ্টেম্বর: দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, জাতীয় পতাকা সাফল্যের মঞ্চে তুলে ধরার লক্ষ্যে সফল অনুষ। জাতীয় পতাকা তুলে ধরার ইচ্ছে কার না-থাকে, ছোটবেলার স্বপ্ন যখন যৌবনের শুরুতেই পূর্ণতা পায় তখন অন্যমাত্রা যোগ হয়। স্বপ্নপূরণের পর তাঁর অভিজ্ঞতা ইটিভি ভারতকে জানালেন তিলোত্তমার সোনার ছেলে অনুষ আগরওয়াল ৷
তাঁর বেড়ে ওঠা এই শহরের আর পাঁচটা ছেলের মতো নয়। কিছুটা আলাদাভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি। পরিবার-পরিজন ছেড়ে পাড়ি দিয়েছিলেন জার্মানির এক ছোট্ট শহর বোর্চেনে। কলকাতা থেকে যার দূরত্ব সাড়ে আট হাজার কিলোমিটারেরও বেশি। উদ্দেশ্য পড়াশোনার জন্য আন্তর্জাতিক মানের শিক্ষালয়ে ভরতি হওয়া নয়, উদ্দেশ্য অশ্বারোহণ। সেই মরিয়া চেষ্টা মান্যতা পেল গতকাল মঙ্গলবার কলকাতা থেকে চিনের শহর হ্যাংঝাউতে। ইতিহাস গড়লেন অনুষ। ভারতীয় ইকুয়েস্ট্রিয়ানের নতুন নায়ক বালিগঞ্জের 23 বছরের এই যুবক।
ইকুয়েস্ট্রিয়ান বা অশ্বারোহণ সম্পর্কে বাঙালি খুব কম জানে। মঙ্গলবার এশিয়ান গেমসে ইকুয়েস্ট্রিয়ানের টিম ড্রেসেজ ইভেন্টে অনুষ সোনা জিতেছেন। যেহেতু দলগত ইভেন্ট তাই অন্য তিন সতীর্থ সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতি সিং ও হৃদয় ছেদা তাঁর সোনা জয়ের সঙ্গী। অথচ চলতি এশিয়ান গেমসে ভারতের সম্ভাব্য পদকজয়ীদের কোনও তালিকাতেই ছিলেন না অনুষ বা তাঁর কোনও সতীর্থ। নিজের শহর এবং শহরবাসী, নিজের দেশের সিংহভাগের অজ্ঞতা কি অনুষকে দৃঢ়প্রতিজ্ঞ করেছিল? অসম্ভবকে সম্ভব করে কী ভাবছিলেন লা মার্টসের এই প্রাক্তনী? জানতে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। অনেক কষ্টের পরে হ্যাংঝাউ থেকে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ স্থাপন হল। তবে বেশ কয়েকবার সংযোগ বিচ্ছিন্নও হয়ে যায়। মিতভাষী অনুষ লম্বা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যথা সম্ভব সংক্ষেপে।
- পদকের রং সোনালি হবে সেই স্বপ্ন কোথাও উঁকি দিয়েছিল?
আমরা একটা দুর্দান্ত দল নিয়ে এশিয়াডে এসেছি। এই সোনা সেই দলগত চেষ্টারই ফল এই পদক।
- সবমিলিয়ে অনুভূতি কেমন ?
এই অভিজ্ঞতা ভোলার নয়। এক মুহূর্তের জন্য পৃথিবী যেন স্থির হয়ে গিয়েছিল। আসলে আমাদের লক্ষ্য ছিল ভারতের পতাকা সবার উপরে তুলে ধরা। আমার দেশের পতাকা সবার উপরে রয়েছে, জাতীয় সঙ্গীত বাজছে, সবাই আমার দেশের সম্মানে দাঁড়িয়ে রয়েছেন- এই অনুভূতিটাই অন্যরকম ৷
- এই শহরে তেমন কোনও ভালো প্রশিক্ষণ কেন্দ্র সেইসময় ছিল না। এখনও সেভাবে নেই। ফলে কিছুটা বাধ্য হয়েই দিল্লির একটি ক্লাবে যোগ দেন । কীরকম ছিল সেই কলকাতা টু দিল্লির যাত্রা?