কলকাতা, 18 এপ্রিল: মুকুল রায় নিয়ে রাজনৈতিক রহস্য ঘণীভূত হতেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা ৷ লিখেছিলেন, ‘প্রত্যাবর্তন’ ৷ পরে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "একটু সময় যেতে দিন, সব পরিষ্কার হয়ে যাবে ।’’
স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে যে তাহলে কি মুকুল আবার বিজেপিতে ফিরছেন ? অনুপমের বক্তব্য, ‘‘এতগুলো বিষয় একসঙ্গে ঘুরছে ৷ নিশ্চয়ই একটার সঙ্গে তো আর একটার যোগ রয়েছে ৷ কারণ, এতগুলো বিষয় তো আর কাকতালীয় হতে পারে না !’’ এর পর তিনি বলেন, ‘‘তবে একটাই কথা বলব যে রাজনীতিতে অসম্ভব কিছু নয় ৷ রাজনীতি একটা বড়ই বিচিত্র জায়গা । একটু অপেক্ষা করলেই জনতা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।’’
2017 সালে মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি ভোটেও জেতেন পদ্ম প্রতীকে ৷ তার পর বিজেপি ছেড়ে চলে যান তৃণমূলে ৷ তাঁর এই দলবদল ও বিধায়ক পদ খারিজ নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এখনও অব্যাহত বাংলার রাজনীতিতে ৷ ফলে মুকুল যদি বিজেপিতে ফেরেন, তাহলে কি তাঁর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না ? এই বিষয়টা মেনে নিচ্ছেন অনুপমও ৷ বোলপুরের প্রাক্তন সাংসদের দাবি, ’’তবে যে যে ব্যক্তি আসছেন যাচ্ছেন, তাঁর বিশ্বাসযোগ্যতার ওপরে যে একটা প্রশ্নচিহ্ন এসেই যায় ৷ সেটা তো খুবই স্বাভাবিক ।"
আর তিনি বা তাঁর মতো বিজেপির অন্য নেতা-কর্মীরা কি মুকুলের প্রত্যাবর্তন ভালো চোখে নেবেন ? অনুপম বলছেন, ‘‘আসলে বিজেপি একটা রেজিমেন্টেড পার্টি । মুকুল রায়কে আবার দলে নেওয়া হবে, কি হবে না, সেটা উচ্চ নেতৃত্বই ঠিক করবেন । তবে যদি তাঁকে দলে নেওয়া হয়, নিশ্চয়ই নেতৃত্ব চিন্তাভাবনা করেই তাঁকে ফেরাবেন ।’’