পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা জয়ী, 20 দিনেই কাজে যোগ দিলেন কলকাতার CP - লাল বাজারে কোরোনা

আজ নগরপাল লালবাজারে নিজের অফিসে যোগ দিলেন। কোরোনা জয়ীকে পেয়ে খুশি গোটা কলকাতা পুলিশের টিম । তবে এখনও পর্যন্ত করোনার সঙ্গে লড়াই করছেন যুগ্ম-কমিশনার অপরাধ মুরলীধর শর্মা ।

Anuj Sharma
Anuj Sharma

By

Published : Sep 30, 2020, 6:43 PM IST

কলকাতা, 30 সেপ্টেম্বর : কলকাতা পুলিশের শীর্ষকর্তার শরীরে হানা দিয়েছিল কোরোনা । 10 সেপ্টেম্বর তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে । চিকিৎসকের পরামর্শমতো হোম আইসলেশনে ছিলেন অনুজ শর্মা । বাড়িতেই তাঁর চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা চলছিল । বাড়ি থেকেই কাজ করছিলেন নগরপাল । আজ তিনি কোরোনা জয় করে ফের অফিসে যোগ দিলেন । নগরপাল লালবাজারে আসায় খুশি পুলিশকর্মীরা ।

এর আগে কলকাতা পুলিশের অন্যতম শীর্ষকর্তা যুগ্ম-কমিশনার সদর শুভংকর সিনহা সরকার কোরোনায় আক্রান্ত হন । সেই ঘটনায় অনেকটাই চিন্তায় পড়ে ছিল লালবাজার । এখন ভালো আছেন শুভংকর সিনহা সরকার । তিনি বেশ কিছুদিন আগে কাজে যোগ দিয়েছেন। কিন্তু অসুস্থ হয়ে পড়েন নগরপাল। কয়েকদিন ধরেই তাঁর কোরোনার মৃদু উপসর্গ দেখা যাচ্ছিল । শরীরে অস্বস্তি বোধ করছিলেন । সেই সূত্রে তিনি সোয়াবের নমুনা পরীক্ষা করান । রিপোর্ট পজ়িটিভ আসে । সূত্রের খবর, তাঁর শরীরে মূল উপসর্গ ছিল জ্বর । গা-হাত-পায়ে ব্যথাও ছিল । তবে বাড়িতেই তাঁর চিকিৎসা হয় । আর তাতেই সুস্থ হয়েছেন নগরপাল।

আজ নগরপাল লালবাজারে নিজের অফিসে যোগ দিলেন। কোরোনা জয়ীকে পেয়ে খুশি গোটা কলকাতা পুলিশের টিম । তবে এখনও পর্যন্ত কোরোনার সঙ্গে লড়াই করছেন যুগ্ম-কমিশনার(অপরাধ) মুরলীধর শর্মা । তবে তিনি সুস্থ আছেন বলেই জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details