কলকাতা, 2 নভেম্বর: তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আগামী বছর পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) না হওয়া পর্যন্ত কারাগারেই রাখা উচিত ৷ তিনি রাজনৈতিক দৃশ্যে ফিরে এলে রক্ত ঝরবে ভোটের দিনগুলিতে ৷ বুধবার এ কথা বলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Slams Anubrata)৷ তবে এই মন্তব্যের পালটা জবাব দিয়ে তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেছে তৃণমূল ৷ তাদের দাবি, দিলীপের এই বক্তব্য থেকেই বোঝা যায় যায় গরু পাচার মামলায় অনুব্রতর গ্রেফতারি আসলে বিজেপির রাজনৈতিক গেম প্ল্যান ৷ রাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্চায়েত ভোটের থেকে তাঁকে দূরে রাখতেই বিজেপি এই পরিকল্পনা করেছে বলে অভিযোগ শাসকদলের ৷
2024 সালের লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচন সমস্ত রাজনৈতিক দলের জন্যই শেষ বড় লিটমাস পরীক্ষা । তার আগে নিজেদের মতো করে ঘর গোছাতে শুরু করে দিয়েছে সব দলই ৷ দুর্নীতি প্রশ্নে শাসকদলকে কোনঠাসা করতে তৎপর বিজেপি ৷ অনুব্রত মণ্ডল, পার্থ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য নেতাদের গ্রেফতারিকে ভোটের হাতিয়ার করতে তারা তৎপর ৷ সেই অস্ত্রেই শান দিয়ে এ দিন অনুব্রতর নাম টেনে শাসকদলকে বিঁধলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷
বুধবার তিনি বলেন, "শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের স্বার্থে পরের বছর ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুব্রত মণ্ডলকে কারাগারেই রেখে দেওয়া দরকার । তাঁর মুক্তি গ্রামীণ ভোটের সময় রক্তপাত ঘটাবে । পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে হওয়া উচিত ৷" বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রতকে অগস্ট মাসে সিবিআই গ্রেফতার করেছে । একইসঙ্গে দিলীপ আরও বলেন, "আমরা দেখেছি যে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কী ধরনের হিংসার আশ্রয় নিয়েছিল ৷ রাজ্য পুলিশের অধীনে অনুষ্ঠিত হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে না ৷"