কলকাতা, 13 মার্চ: বুধবারই কি দিল্লিতে বাবা অনুব্রত মণ্ডলের মুখোমুখি হবেন মেয়ে সুকন্যা মণ্ডল (Anubrata Mondal and Sukanya Mondal will be Face to Face) ? ইডির একটি সূত্র বলছে, তেমন সম্ভাবনা নাকি ষোলোয়ানা ! গরুপাচার মামলায় (WB Cattle Smuggling Scam) ধৃত অনুব্রত মণ্ডল আপাতত রয়েছেন দিল্লিতে, ইডি হেফাজতে ৷ দিল্লি যাওয়ার পর থেকে দফায় দফায় দুঁদে ইডি আধিকারিকদের জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে ৷ এদিকে, বেশ কয়েকমাস আগে অনুব্রত-কন্য়া সুকন্যাকেও তাদের দিল্লির দফতরে ডেকে পাঠায় ইডি ৷ সেখানে পরপর কয়েক দিন টানা জেরা করা হয় সুকন্য়াকে ৷ আর এবার অনুব্রত-সুকন্য়াকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা (ED Interrogation) ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবারই সেই কাজ হতে পারে ৷
ইডি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই সুকন্যা মণ্ডল ও তাঁর হিসাবরক্ষক মণীশ কোঠারিকে নোটিশ পাঠিয়ে দিল্লিতে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দিয়েছে ইডি ৷ তাঁদের সঙ্গে বেশ কিছু নথিপত্রও নিয়ে যেতে বলা হয়েছে ৷ সূত্রের দাবি, গরুপাচার কাণ্ডে হাইপ্রোফাইল বাবা-মেয়েকে মুখোমুখি বসিয়ে জেরা করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের (Enforcement Directorate) তদন্তকারী আধিকারিকরা ৷