কলকাতা, 6 এপ্রিল : আজ সিবিআই কলকাতা সদর দফতর নিজাম প্যালেসে আসবেন অনুব্রত মণ্ডল ৷ তেমনটাই কথা ছিল ৷ এ নিয়ে চতুর্থ বার তাঁকে সমন পাঠিয়েছিল সিবিআই ৷ গরুপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের কথা ছিল নিজাম প্যালেসে ৷ কিন্তু শেষমেশ তাঁর গাড়ি পৌঁছাল এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ৷ প্রতিবারের মতো আজও সিবিআই কর্তাদের সামনাসামনি হওয়ার আগে অসুস্থ হয়ে পড়েন তৃণমূল নেতা (Anubrata Mandal skips CBI Summon on 6 April in Cattle Scam) ৷
এই মুহূর্তে সিবিআই-অনুব্রত মণ্ডল-উডবার্ন ?
বারে বারে সিবিআই-এর মুখোমুখি হতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বীরভূমের জেলা সভাপতি ৷ জানা গিয়েছে, অনুব্রত মণ্ডলের আইনজীবী সঞ্জীবকুমার দাঁ এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে রয়েছেন । সিবিআই-এর পক্ষ থেকেও এসএসকেএমে এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ৷ অনুব্রত মণ্ডল কী কী শারীরিক অসুবিধে অনুভব করছেন, তা জানতে চেয়েছেন তদন্তকারী আধিকারিকরা । তাঁর আইনজীবীর সঙ্গে চিকিৎসকরা কথা বলছেন ৷ তৃণমূল নেতার শারীরিক সমস্যাগুলি আইনজীবী মারফত নথিভুক্ত করা হবে ৷ এরপর অনুব্রত মণ্ডলের আইনজীবী আদালতে যোগাযোগ করবেন ৷ আদালত থেকে ফের কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলবেন অনুব্রতর আইনজীবী সঞ্জীবকুমার দাঁ ৷
এর পরেও যদি সিবিআই আধিকারিকরা অনুব্রত মণ্ডলকে জেরা করতে চান ?
তাঁরা এসএসকেএমে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলতে গেলে কী কী আইনি পদক্ষেপ করা যায়, তা নিয়ে সিবিআই-এর সদর দফতর থেকে দিল্লির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । কিছুদিন আগে ভোট পরবর্তী হিংসা মামলায় ইলামবাজারের এক বিজেপি কর্মী খুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই তলব করেছিল অনুব্রত মণ্ডলকে । কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তাঁকে দেখা করতে হয়নি । তবে বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছিলেন, ভবিষ্যতে অনুব্রত মণ্ডলকে সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে, কিন্তু তাঁকে গ্রেফতার করা চলবে না । তারপরই গরু পাচার মামলায় তলব করা হয় তাঁকে ।
আরও পড়ুন : Anubrata Mandal : অনুব্রতকে রক্ষাকবচ হাইকোর্টের, গ্রেফতার করতে পারবে না সিবিআই
2 ফেব্রুবারি, 2022 ৷ বিজেপি কর্মী গৌরব সরকার খুনের ঘটনায় সিবিআই-এর নোটিস পান তৃণমূল নেতা ৷ বিধানসভা ভোট-পরবর্তী হিংসার ঘটনায় খুন হন ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী ৷ রক্ষাকবচ পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেই আবেদনের শুনানির আগে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ গৌরব সরকার খুনের তদন্তে অনুব্রত মণ্ডলের নাম উঠে এসেছে বলে দাবি সিবিআই আধিকারিকদের ৷