কলকাতা, 12 অগস্ট: বিভিন্ন জাতীয় সড়কের যানজট কাটিয়ে অবশেষে রাত আড়াইটে নাগাদ সিবিআই দফতরের কার্যালয় নিজাম প্যালেসে এসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল । বৃহস্পতিবার সকালে গ্রেফতারির পর দৌড়ঝাঁপ করে একেবারে ক্লান্ত হয়ে গিয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল জেলা সভাপতি 'কেষ্ট' (Anubrata Mandal looks towards Nabanna while coming to Kolkata with CBI) ।
আসার পথে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলেন ৷ কাকতালীয়ভাবে দ্বিতীয় হুগলি সেতুতে ওঠার আগেই তাঁর ঘুম ভেঙে যায় । জানা গিয়েছে, দ্বিতীয় হুগলি সেতুর উপরে উঠে গাড়ি যখন নবান্নের পাশ দিয়ে ছুটছে, ঠিক সেই সময় রাজ্যের সচিবালয়েক দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তৃণমূল নেতা । মুখের হাসি উধাও, ধরা পড়ছিল চিন্তার ছাপ।
এরপর রাত আড়াইটে নাগাদ কোনওরকমে 'ভারাক্রান্ত মন' এবং ক্লান্ত শরীর নিয়ে নিজাম প্যালেসে পৌঁছন অনুব্রত। সিআরপিএফ জওয়ান এবং সিবিআই আধিকারিকদের সাহায্যে অনুব্রত মণ্ডল গাড়ি থেকে নেমে সোজা লিফটে ওঠেন । সূত্রের খবর, বেশ কয়েক ঘণ্টা নিজাম প্যালেসের তিনি শুয়ে থাকেন ।