পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mandal discharged from SSKM hospital: প্রবল শ্বাসকষ্ট অনুব্রতের, প্রাথমিক চিকিৎসার পর ছুটি তৃণমূল নেতার - CBI notice to Anubrata Mandal

সিবিআইয়ের নোটিস পাওয়ার পর প্রবল শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম-এর (Anubrata Mandal discharged from SSKM hospital) উডবার্ন বিভাগে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল ৷ প্রাথমিক চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে (Anubrata Mandal gets primary treatment) দেওয়া হয় ৷

Anubrata Mandal gets primary treatment for breathing trouble discharged from sskm hospital
প্রবল শ্বাসকষ্ট অনুব্রতের, প্রাথমিক চিকিৎসার পর ছাড়ল এসএসকেএম

By

Published : Feb 2, 2022, 4:35 PM IST

কলকাতা, 2 ফেব্রুয়ারি: হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে । শ্বাসকষ্ট নিয়ে আজ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি ।

হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকরা অনুব্রত মণ্ডলে থেকে তাঁর শারীরিক সমস্যার কথা জানতে চান ৷ তাঁর কী কী অসুবিধা হচ্ছে সেগুলি জিজ্ঞাসা করেন চিকিৎসকরা । এর পর অনুব্রত মণ্ডলকে বেশকিছু মেডিক্যাল পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকরা । তৃণমূল নেতার শারীরিক অবস্থার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় (Anubrata Mandal gets primary treatment)। দেখা যায়, এসএসকেএম হাসপাতাল থেকে বেরিয়ে আসেন অনুব্রত মণ্ডল ৷ এর পরে গাড়িতে উঠে তিনি হাসপাতাল ছেড়ে বেরিয়ে যান ।

আরও পড়ুন:Anubrata Mandal taken to SSKM hospital: সিবিআইয়ের নোটিস পেয়েই অসুস্থ অনুব্রত, ভর্তি এসএসকেএম-এ

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে সিবিআই (CBI notice to Anubrata Mandal) অনুব্রত মণ্ডলকে দ্বিতীয়বারের জন্য নোটিস পাঠিয়েছে । জানা যায়, বীরভূমের বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক ভোট-পরবর্তী হিংসায় মারা গিয়েছেন । এই ঘটনায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের নাম জড়ালে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷

অনুব্রতকে প্রথমবার নোটিস পাঠানো হয় এবং বীরভূমের নলহাটির সিবিআই ক্যাম্পে হাজিরা দিতে বলা হয় । কিন্তু সেই চিঠির জবাবে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা সিবিআইকে জানান, তাঁকে সময় দেওয়া হোক ৷ কারণ তাঁর শারীরিক অবস্থা ভালো নয় । এরপর অনুব্রত মণ্ডলকে দ্বিতীয়বারের জন্য নোটিস পাঠায় সিবিআই । অসুস্থতার কারণ দেখিয়ে সেই তলবও এড়িয়ে যান তৃণমূল নেতা ৷ নোটিস পাওয়ার পর তাঁর শ্বাসকষ্ট হওয়ায় অনুব্রতকে আনা হয়েছিল এসএসকেএম হাসপাতালে ৷

আরও পড়ুন:Post Poll Violence : সিবিআইয়ে গ্রেফতারির আশঙ্কা এড়াতে হাইকোর্টের দুয়ারে অনুব্রত

ABOUT THE AUTHOR

...view details