কলকাতা, 30 মে : উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানার আওতায় পড়ে রাজা রামমোহন রায়ের বাড়িটি। বর্তমানে সেটি একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। কিন্তু সেই মিউজিয়ামের কোনও রক্ষণাবেক্ষণ ছিল না। ফলে এই মিউজিয়াম থেকে পরপর একাধিক অ্যান্টিক সামগ্রী চুরি হচ্ছিল ৷
সম্প্রতি আমহার্স্ট স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট মিউজিয়ামের ট্রাস্টি বোর্ডের সদস্যরা। ওই মিউজিয়াম থেকে ক্রমাগত চুরি যাচ্ছিল একাধিক অ্যান্টিক সামগ্রী। যদিও তদন্তে নেমে প্রথমে বেগ পেতে হয় পুলিশকে। কারণ সংশ্লিষ্ট মিউজিয়ামে কোনও রক্ষণাবেক্ষণের ব্যাপার তো ছিলই না, পাশাপাশি সেখানে যে ক'টি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল, তার প্রত্যেকটিই বিকল। ফলে কখন সেই মিউজিয়াম থেকে কে কোন জিনিস চুরি করেছে, তার কোনও হদিশ মেলেনি ৷
রামমোহনের বাড়ি থেকে অ্যান্টিক জিনিস চুরি , গ্রেফতার 1 - আমহার্স্ট স্ট্রিট থানা
বেশ কিছুদিন ধরে খোওয়া যাচ্ছিল উত্তর কলকাতার রাজা রামমোহন রায়ের বাড়ির অ্যান্টিক জিনিস ৷ আমহার্স্ট স্ট্রিট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট মিউজিয়ামের ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এরপর সাদা পোশাকে ক্রমাগত পাহারার কাজ শুরু করে বেশ কয়েকজন পুলিশকর্মী। সেই সময়ে পুলিশের জলে ধরা পড়ে অভিযুক্ত। ধৃতের নাম সঞ্জয় অগ্রবাল।
আরও পড়ুন :হাসপাতাল থেকে বেরিয়ে লাল ধুতি-পঞ্জাবিতে গানে-রসবোধে রঙিন মদন
এরপর সাদা পোশাকে পাহারার কাজ শুরু করে বেশ কয়েকজন পুলিশ কর্মী। সেই সময়ে অভিযুক্ত পুলিশের জলে ধরা পড়ে অভিযুক্ত। অভিযুক্তকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সঞ্জয় অগ্রবাল। পেশায় ব্যবসায়ী। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক খোওয়া যাওয়া সামগ্রী। যেমন বেশকিছু অ্যান্টিক ঘড়ি, অ্যান্টিক বল এবং রামমোহনের বাড়িতে ব্যবহৃত দরজার পুরনো আমলের শেকল। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে সে কোথায় কোথায় এই সামগ্রীগুলি বিক্রি করেছে তার হদিশ পেতে চাইছে কলকাতা পুলিশ।