কলকাতা, 27 অক্টোবর: আরও একবার প্রকাশ্যে এল বিজেপির অন্তর্কলহ । জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে আবারও মুরলিধর সেন লেনে বিজেপির পার্টি অফিসের দেওয়ালে পড়েছে পোস্টার ৷ এর আগে বিজেপি বাঁচাও মঞ্চ বা সেভ ওয়েস্ট বেঙ্গল বিজেপি'র পক্ষ থেকে বারে বারে শহর থেকে জেলা সর্বত্রই বিজেপির পুরনো এবং বিক্ষুব্ধ কর্মীদের দলের কিছু নেতৃত্বের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে ৷ সম্প্রতি বিজেপির সল্টলেক পার্টি অফিসের সামনে এবং তারপর মুরলিধর সেন লেনে দলের পার্টি অফিসের সামনে এমনই বিক্ষোভের চিত্র ধরা দেখা গিয়েছিল। বৃহস্পতিবারও মুরলিধর সেন লেনে বিজেপি দফতরে বেশকিছু পোস্টার পড়েছে ৷
এর আগেও বিজেপি বাঁচাও-নামে দলের এক গোষ্ঠীর পক্ষ থেকে একাধিকবার বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা বিক্ষোভ দেখিয়েছিলেন । তাঁরা 6 নম্বর মুরলিধর সেন লেনের দফতরের সামনেও হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান । দলের পুরনো কর্মীদের দাবি হল, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর দলের পুরনো কর্মীরা আর সক্রিয় হতে পারছেন না । তাঁদের দলের কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না। তারা আরও অভিযোগ করেন, বরং অন্যান্য দল থেকে আসা বিশেষ করে তৃণমূল থেকে আসা কর্মীদের দল অনেক বেশি প্রাধান্য দিচ্ছে ।
বিজেপির এই বিক্ষুব্ধ গোষ্ঠীর মঞ্চের পক্ষ থেকে শামসুর রাহমান অভিযোগ করেন, সঠিক বুথ কমিটি থেকে শুরু করে মণ্ডল কমিটি এবং শক্তিকেন্দ্র গঠন হয়নি । যা হয়েছে সবই খাতায় কলমে । জেলাস্তরে কোনও কর্মসূচি ঠিক মতো হচ্ছে না । পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় মন্ত্রী যারা আসছেন তাঁরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তিনি দাবি করেন, তারা অবিলম্বে রাজ্য বিজেপির সাংগঠিক পদ থেকে অমিতাভ চক্রবর্তী এবং অমিত মালব্যের অপসারণের দাবি তোলেন । পাশাপাশি, দলের পুরনো কর্মীদের আবার সক্রিয় ভূমিকায় নিয়ে আসার দাবি জানান তিনি ৷