কলকাতা, 27 জানুয়ারি : বিধানসভায় পাশ হল নাগরিকত্ব সংশোধনী (2019) আইন বিরোধী প্রস্তাব । বিরোধী দলের কোনও সংশোধনী ছাড়াই প্রস্তাবটি পাশ হয় । BJP-র তরফে ভোটের দাবি তোলা হলেও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন । প্রস্তাবটি সমর্থন করে বাম ও কংগ্রেস ।
প্রস্তাবের পক্ষে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই প্রতিবাদ শুধু সংখ্যালঘুদের নয়, সকলের । সামনে থেকে এই প্রতিবাদ -আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় হিন্দু ভাইদের ধন্যবাদ । আমরা CAA, NPR এবং NRC রাজ্যে লাগু হতে দেব না । আমাদের লড়াই শান্তিপূর্ণ ভাবেই চলবে ।"
31 ডিসেম্বর কেরালা বিধানসভায় প্রথম CAA বিরোধিতায় প্রস্তাব পাশ হয় । সম্প্রতি পঞ্জাব ও রাজস্থান বিধানসভাতেও পাশ হয় CAA বিরোধী প্রস্তাব ৷ এবার চতুর্থ রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গে পাশ হল এই প্রস্তাব ।
কেরালায় নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব পাশ হওয়ার পর থেকেই এ রাজ্যে সরকারের উপরে চাপ তৈরি হয় । বামেরা ও কংগ্রেস বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাশ করাতে একযোগে সরব হয় ৷ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে 11 টি অ-BJP রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন । সেই তালিকায় বাংলার মুখ্যমন্ত্রীর নামও ছিল ৷ চিঠিতে বিধানসভায় CAA বিরোধী প্রস্তাব পাশ করানোর আবেদন রাখেন তিনি ৷