কসবা, 29 মে :শহরে ফের উদ্ধার মডেলের ঝুলন্ত দেহ (Model found Hanging at Kasba) ৷ রবিবার সন্ধ্যায় কসবার থানা এলাকার বেদিয়াডাঙায় নিজের বাড়ি থেকে সরস্বতী দাস (19) নামে এক উঠতি মডেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷
কসবা থানা সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় 100 নম্বরে ফোন আসে । লালবাজার থেকে কসবা থানায় গোটা ঘটনাটি জানানো হয় । জানা যায় কসবা থানা এলাকার বেদিয়াডাঙা এলাকায় একটি বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক তরুণীর দেহ । খবর পেতেই ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় । রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে ।
আরও পড়ুন :Mysterious death of Actress Pallavi Dey: 'সিরাজের বেগম' পল্লবীর রহস্যমৃত্যু, গড়ফার বাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ
পুলিশ জানিয়েছে, তরুণীর নাম সরস্বতী দাস । তিনি একজন উঠতি মডেল ছিলেন । দেহ উদ্ধারের পর দেখা যায় তাঁর গলায় কালশিটে দাগ রয়েছে । কিন্তু দেহের বাইরে আঘাতের কোনও চিহ্ন মেলেনি । ঘর থেকে কোনও সুইসাইড নোটও পাওয়া যায়নি ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মডেল হওয়ার ইচ্ছা ছিল সরস্বতীর । সেইমতো চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি ৷ জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে নাকি খুব একটা কথা বলতেন না ৷ তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি ৷ তবে পারিবারিক একাধিক সমস্যার কথাও উঠে আসছে ৷ তবে কি মানসিক অবসাদ থেকেই মৃত্যু ? নাকি ঘটনার নেপথ্যে রয়েছে রয়েছে অন্য কোনও কারণ ? খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন কসবা থানার তদন্তকারী আধিকারিকরা ।
আরও পড়ুন :Tollywood actress found dead: পল্লবীর পর বিদিশা, এবার নাগেরবাজারে রহস্যমৃত্যু টলি-অভিনেত্রীর