পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুজিবুরের আর এক খুনি আটক বনগাঁয় ? - Kolkata

শেখ মুজিবুর রহমানের আর এক খুনিও লুকিয়ে ছিল পশ্চিমবঙ্গে ৷ সূত্রের খবর, ভারতের ভোটার কার্ড, আধার কার্ডও বানিয়ে নিয়েছিল সে ৷ নাম, পরিচয় পালটে যে সে ভারতে গা ঢাকা দিয়েছে তা জানতে পারেনি বাংলাদেশ ৷

শেখ মুজিবুর রহমান
শেখ মুজিবুর রহমান

By

Published : Apr 20, 2020, 5:30 PM IST

Updated : Apr 20, 2020, 9:26 PM IST

কলকাতা, 20 এপ্রিল : আবদুল মাজেদের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর এক খুনিরও খোঁজ পাওয়া গেল ভারতেই ৷ সূত্র বলছে তেমনটাই ৷ এবার সেই খোঁজ পেল ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ৷ বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক চলছে বলে সূত্রের খবর ৷ আবদুল মাজেদের মতো আর এক খুনি তৎকালীন রিসেলদার মোসলেউদ্দিনও উত্তর 24 পরগনার বনগাঁ সীমান্ত এলাকায় গা ঢাকা দিয়ে ছিল ৷

সূত্রের খবর, আবদুল মাজেদকে জেরা করেই মোসেলউদ্দিনের বিষয়ে খবর পান গোয়েন্দারা ৷ জানা যায়, ইউনানি চিকিৎসকের পরিচয় নিয়ে লুকিয়ে রয়েছে সে ৷ তবে, ধরা পড়ে যাওয়ার ভয়ে নিজের মৃত্যুসংবাদও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল মোসেলউদ্দিন ৷ একটি সূত্র জানাচ্ছে, লকডাউনের কারণে মোসলউদ্দিনকে ভারতীয় গোয়েন্দারা গ্রেপ্তার করেনি ৷ তাকে কার্যত তাড়া করে নিয়ে গিয়ে সীমান্তের এক অরক্ষিত এলাকায় বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ কারণ, লকডাউনের মধ্যে তাকে গ্রেপ্তার করলে, ভারত থেকে বাংলাদেশে নিয়ে যেতে সমস্যা হত ৷ আন্তর্জাতিক বিমান চলাচল ও পরিবহণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ থাকায় এই সিদ্ধান্ত বলেই সূত্রের খবর ৷

বঙ্গবন্ধু খুনের পর থেকেই মোসেলউদ্দিন ফেরার ছিল ৷ নানা চেষ্টা চালিয়েও বাংলাদেশের গোয়েন্দারা তার খোঁজ পায়নি ৷ ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারেনি সে নাম, পরিচয় পালটে ভারতে লুকিয়ে ছিল ৷ আবদুল মাজেদের মতো সেও ভারতের ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়ে নিয়েছিল বলে গোয়েন্দা সূত্রে খবর ৷

Last Updated : Apr 20, 2020, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details