কলকাতা, 24 সেপ্টেম্বর: আবারও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল দক্ষিণ দমদমে। দক্ষিণ দমদম পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের শ্যামনগর অঞ্চলে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার ৷ মৃতের নাম রুণা বসাক। প্রবল জ্বর নিয়ে 53 বছরের ওই মহিলা চলতি মাসের 14 তারিখ নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন। এরপর গত 21 তারিখ তাঁর মৃত্যু হয় বলে খবর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাত।
মৃতের পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে রুণা দেবী জ্বরে আক্রান্ত ছিলেন। এরপরে রক্তের নমুনা পরীক্ষা করালে এনএস ওয়ান পজিটিভ এলে তাঁকে দ্রুত হাসপাতালে ভরতি করানো হয়। এরপরে গত 21 তারিখ তাঁর মৃত্যু হয়। গত বুধবারই শ্যামনগর অঞ্চলে বছর চোদ্দোর এক কিশোরী ডেঙ্গিতে মারা যায়। এরপর ফের একবার ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল শ্যামনগর অঞ্চলে। এছাড়াও গতকাল যাদবপুরের 13 বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল ডেঙ্গির জেরে। বেসরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও রাজ্যে মৃত্যু 44 জনের। অথচ সরকারি হিসেব বলছে সংখ্যাটা মাত্র তিন।