পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Another Dengue Death: ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু দক্ষিণ দমদমে, মৃতের সংখ্যা বেড়ে 7 - কিশোরী ডেঙ্গিতে মারা যায়

আবারও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু দক্ষিণ দমদমে। মৃতের পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে রুণা দেবী জ্বরে আক্রান্ত ছিলেন। এরপরে রক্তের নমুনা পরীক্ষায় এনএস ওয়ান পজিটিভ এলে তাঁকে দ্রুত হাসপাতালে ভরতি করানো হয়। এরপরে গত 21 তারিখ তাঁর মৃত্যু হয়। গত বুধবারই শ্যামনগর অঞ্চলে বছর চোদ্দোর এক কিশোরী ডেঙ্গিতে মারা যায়।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 9:35 PM IST

কলকাতা, 24 সেপ্টেম্বর: আবারও ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল দক্ষিণ দমদমে। দক্ষিণ দমদম পৌরসভার 27 নম্বর ওয়ার্ডের শ্যামনগর অঞ্চলে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার ৷ মৃতের নাম রুণা বসাক। প্রবল জ্বর নিয়ে 53 বছরের ওই মহিলা চলতি মাসের 14 তারিখ নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন। এরপর গত 21 তারিখ তাঁর মৃত্যু হয় বলে খবর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গুর উল্লেখ্য করা হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদমে ডেঙ্গিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল সাত।

মৃতের পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে রুণা দেবী জ্বরে আক্রান্ত ছিলেন। এরপরে রক্তের নমুনা পরীক্ষা করালে এনএস ওয়ান পজিটিভ এলে তাঁকে দ্রুত হাসপাতালে ভরতি করানো হয়। এরপরে গত 21 তারিখ তাঁর মৃত্যু হয়। গত বুধবারই শ্যামনগর অঞ্চলে বছর চোদ্দোর এক কিশোরী ডেঙ্গিতে মারা যায়। এরপর ফের একবার ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল শ্যামনগর অঞ্চলে। এছাড়াও গতকাল যাদবপুরের 13 বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছিল ডেঙ্গির জেরে। বেসরকারি মতে, ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও রাজ্যে মৃত্যু 44 জনের। অথচ সরকারি হিসেব বলছে সংখ্যাটা মাত্র তিন।

আরও পড়ুন: আবার পায়ে চোট ! এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী

স্বাস্থ্য দফতরে এক সপ্তাহে ডেঙ্গির যে পরিসংখ্যান দেওয়ার হয়েছে তা রীতিমত চাঞ্চল্যকর। সূত্রের খবর, সেই রিপোর্টে দেখা গিয়েছে গত সাত দিনে ডেঙ্গিতে সাত হাজার 670 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে মোট 35 হাজার 737 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় স্বাস্থ্য দফতর থেকে শুক্রবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেখানে নির্দেশে বলা হয়, এতদিন সপ্তাহে চার দিন সকাল ন'টা থেকে দুপুর দু'টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি খোলা থাকত। তবে এবার সপ্তাহে দুপুর দু'টো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সেখানে পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ এবার সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। মশাবাহিত রোগকে মোকাবিলা করার জন্য স্বাস্থ্যভবন এবং পুরসভার একাধিক কর্মসূচি দেখা মিলছে।

ABOUT THE AUTHOR

...view details