কলকাতা, 20 জানুয়ারি : এরাজ্যে ভ্যাকসিনেশনের তৃতীয় দিনে 11 জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে । তাঁদের মধ্যে এক জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । অন্য একজনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । এই নিয়ে এরাজ্যে তিন দিনে মোট 39 জনের শরীরে ভ্যাকসিনেশনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিল।
রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ভ্যাকসিনেশনের প্রথম দিনে এরাজ্যে 14 জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় । তাঁদের মধ্যে একজন নার্সকে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে। এই নার্স এখন ভালো আছেন । তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে । গত 18 জানুয়ারি এ রাজ্যে ভ্যাকসিনেশনের দ্বিতীয় দিনেও 14 জনের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় । তাঁদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভরতি করা হয় । এই দুই জনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে ।