পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM on WB Flood : রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর - ডিভিসি

একনাগাড়ে প্রবল বৃষ্টি আর ডিভিসির জল ছাড়া, দুইয়ের প্রভাবে রাজ্যজুড়ে বিভিন্ন অঞ্চল কার্যত জলের তলায় ৷ ঘরছাড়া বহু মানুষ ৷ বুধবার মুখ্যমন্ত্রী বন্যাকবলিত উদয়নারায়ণপুরে যান ৷ প্রধানমন্ত্রী নিজে ফোন করেন মুখ্যমন্ত্রীকে ৷ তার পর ক্ষতিপূরণ ঘোষণা পিএমও ইন্ডিয়ার টুইটারে ৷

প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণা
প্রধানমন্ত্রীর ক্ষতিপূরণের ঘোষণা

By

Published : Aug 5, 2021, 10:15 AM IST

নয়া দিল্লি, 5 অগস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে রাজ্যের বন্যা পরিস্থিতির কথা শুনে ক্ষতিপূরণের (Ex-Gratia) ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল পিএমএনআরএফ (Pradhan Mantri National Relief Fund, PMNRF) থেকে বন্যায় মৃত ব্যক্তির আত্মীয়কে 2 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেকের পরিবারকে 50 হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানাল পিএমও ইন্ডিয়া (PMO India) ৷

প্রবল বৃষ্টি আর ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়ে গিয়েছে হাওড়ার উদয়নায়ারণপুর-সহ বেশ কিছু অঞ্চল, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও অন্য জেলা ৷ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বন্যা বিধ্বস্ত অঞ্চলগুলি পরিদর্শনে যান ৷ পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গিয়েছিলেন তৃণমূল সাংসদ দেব ৷ মুখ্যমন্ত্রী এই বন্যাকে "ম্যান মেড" বলে আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারকে দায়ী করেছেন ৷ অভিযোগ করেছেন ডিভিসি (Damodar Valley Corporation, DVC) রাজ্য সরকারকে না জানিয়েই জল ছেড়েছে, আর ডিভিসি-র খাল সংস্কারের ব্যবস্থা করা উচিত কেন্দ্রীয় সরকারের ৷ অভিনেতা-সাংসদ দেবও ঘাটালের মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছেন ৷ এমনকি প্রধানমন্ত্রীর প্রতি ক্ষোভ উগরে তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ঘাটালের বন্যা আটকানোর মাস্টার প্ল্যান রূপায়িত হবে না ৷ উল্লেখ্য প্রতি বছর বানভাসি অবস্থা হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ বর্তমানে রাজ্যের বন্যাপ্লাবিত অঞ্চলের বহু বহু মানুষ ঘরছাড়া ৷

আরও পড়ুন : Modi-Mamata : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতাকে ফোন মোদির

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্য়মন্ত্রীকে ফোন করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে বিশদে জানতে চান ৷ তিনি মুখ্যমন্ত্রীকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ ফোনে মুখ্যমন্ত্রী ডিভিসি-র জল ছাড়া নিয়ে অভিযোগ জানান প্রধামন্ত্রীর কাছে ৷ আর তাই এটা "ম্যান মেড" বলেও উল্লেখ করেন ৷ তার পর গতকাল প্রধানমন্ত্রী এই ক্ষতিপূরণের ঘোষণা করেন ৷ মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের কথা জানালেও রাজ্যকে আর্থিক সাহায্য়ের কোনও ঘোষণা করেননি প্রধানমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details