রাজ্য নির্বাচন দফতরে নির্বাচনী প্রতীকের আবেদন জমা দিতে এলেন অনিত থাপা কলকাতা, 7 এপ্রিল: আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছেপ্রকাশ করে শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনে আসেন অনিত থাপা । পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্টে জট কেটেছে ৷ আদালত থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন ৷ যে কোনও সময় ঘোষণা হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ৷ পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলিও ৷ তাই আজ রাজ্য নির্বাচন কমিশনে প্রতীকের আবেদন করতে আসেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা ৷
দার্জিলিং এবং কালিম্পংয়ের পঞ্চায়েত নির্বাচনে অংশ নিতে চায় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা ৷ তাই পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করার আবেদন জানতেই আজ তিনি রাজ্য নির্বাচন কমিশনে নিজের দলের আবেদনপত্র জমা দেন ৷ এই বিষয়ে অনিত থাপা জানান, ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা একটি রেজিস্টার্ড দল ৷ তবে, তাদের দলের কোনও প্রতীক নেই ৷ তাই প্রতীক চেয়ে কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তিনি ৷ জোড়া মোমবাতি চিহ্নকে প্রতীক হিসেবে বেছে নিয়ে সেই মর্মে আবেদন জানানো হয়েছে ৷
আবেদনপত্র জমা দিয়ে বেরিয়ে এসে অনিত থাপা বলেন, "আমরা নির্বাচনে অংশ নেব ৷ সেই কারণে প্রতীকের জন্য আবেদন জানাতে এসেছিলাম ৷ নির্বাচনে কী কৌশল নেব, সেটা আপনারা পরে দেখতে পাবেন ৷ পাহাড়ে শান্তি আছে ৷ আরও শান্তি আসবে ৷ নেতারা অনেক কথাই বলেন ৷ তবে, সেই সব নেতার কথায় পাহাড় ভাগ হবে না ৷ ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা উন্নয়ন চায় ৷"
আরও পড়ুন:বিনয়-বিমল-অজয়ের বন্ধুত্ব 'লোক দেখানো' ! মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তোপ অনিতের
বিরোধী গোষ্ঠীকে নিশানা করে এদিন অনিত থাপা জানান, বিভাজনের কথা বলা নেতারা বলেছেন, জিটিএ কোনও উন্নতি করেনি ৷ কিন্তু পাহাড়ে উন্নয়ন হয়েছে কিনা, তা সাধারণ মানুষ ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছে ৷ সেখানকার বাসিন্দারা দেখতে পাচ্ছেন ৷ তবে, পৃথক গোর্খাল্যান্ড নিয়ে তিনি ভাবিত নন ৷ এই বিষয় তাঁর বক্তব্য, "গোর্খারা তো গোর্খাল্যান্ড চাইবেই ৷ কিন্তু এটা নিয়ে আমাদের ভাবল চলবে না ৷ এটা কেন্দ্রের বিষয় ৷ রাজ্যের নয় ৷ এর আগে অনেকবার এই দাবি উঠেছে ৷ কিন্তু, গোর্খাল্যান্ড কি মিলেছে ? গোর্খাল্যান্ড দেওয়ার লোকই তৈরি নয় ৷ আমরা চাই পাহাড়ে সবাই ভালো থাকুক ৷ শান্তি থাকুক ৷ বিকাশ এবং উন্নতি হোক ৷" পাশাপাশি, জিটিএ-তে সাম্প্রতিককালে ওঠা দুর্নীতির অভিযোগও খারিজ করে দিয়েছেন অনিত থাপা ৷